বরিশাল ৮ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪২ হিজরি
শামীম আহমেদ ॥ কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধের জন্য সর্বক্ষণ বরিশাল জেলা প্রশাসন নানা মুখি কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় করোনা ভাইরাস প্রতিরোধে আগাম সতর্কতা কার্যক্রম হিসেবে জনসাধারনকে সুরক্ষা সেবা প্রদানের লক্ষ্যে আক্রান্ত রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে বরিশাল নগরীর বেশকিছু সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানকে
প্রাতিষ্ঠানিক হোম কোয়ারান্টাইন হিসেবে প্রস্তুত করা হচ্ছে।
নগরীর সাগরদী পিটিআই ক্যাম্পাসে বরিশাল জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় পিটিআই কতৃপক্ষ তাদের শের-ই-বাংলা পুরুষ হোস্টেল এবং আহসান হাবীব পুরুষ হোস্টেল দুটিকে প্রাতিষ্ঠানিক হোম কোয়ারান্টাইন হিসেবে প্রস্তুত করছে। ২৬ কক্ষ বিশিষ্ট হোস্টেল দুটিতে একবারে ৫২ জন ব্যক্তির প্রাতিষ্ঠানিক হোম কোয়ারান্টাইন নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা সেবা প্রদান করা যাবে।
সেই সাথে পর্যায়ক্রমে বরিশাল জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে প্রাতিষ্ঠানিক হোম কোয়ারান্টাইন হিসেবে প্রস্তুত করার কাজ চলমান রয়েছে বলে জানান জেলা প্রশাসন এস এম অজিয়র রহমান।