পটুয়াখালীতে র‌্যাবের হাতে আটক মানবিক বিভাগে মাস্টার্স পাস করা বিশেষজ্ঞ ডাক্তার!

  • আপডেট টাইম : আগস্ট ৩১ ২০২০, ০১:১১
  • 763 বার পঠিত
পটুয়াখালীতে র‌্যাবের হাতে আটক মানবিক বিভাগে মাস্টার্স পাস করা বিশেষজ্ঞ ডাক্তার!
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেস্ক।। মানবিক বিভাগ থেকে মাস্টার্স পাস করে নিজেকে বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে দীর্ঘ দিন ধরে সাধারণ রোগীদের সঙ্গে প্রতারণা করায় নয়ন নামে ৩০ বছরের এক যুবককে আটক করেছে র‌্যাব-৮ এর সদস্যরা।

শনিবার (৩০ আগস্ট) রাতে ই-মেইলে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-৮ এর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, র‌্যাব-৮ এর সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এর একটি অভিযানিক দল সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাউফল থানাধীন কাশিপুর বাজারে অভিযান পরিচালনা করে।

এসময় বাউফল থানাধীন মহাশ্রাদ্দি এলাকার মৃত অভিনাশ চন্দ্র শীলের ছেলে অপু কুমারকে (নয়ন) আটক করা হয়।  আটকের সময় তার কাছ থেকে ভিজিটিং কার্ড, চিকিৎসা ব্যবস্থাপত্রের প্যাড এবং সার্জারি করার উপকরণ উদ্ধার করা হয়।

এছাড়া আটকের পর যাচাই-বাছাই করে পটুয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. মো. মাজহারুল ইসলাম জনি আটককৃত অপু কুমারকে (নয়ন) ভুয়া ডাক্তার হিসেবে মতামত দেন।

র‌্যাব জানায়, আকটকৃত অপু ওরফে নয়ন চিকিৎসা শাস্ত্রে কোনো প্রকার পেশাদারী ডিগ্রী অর্জন না করেও নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের জটিল ও কঠিন রোগের চিকিৎসা করে থাকেন।

পাশাপাশি সে মানবিক বিভাগ থেকে মাস্টার্স পাস করে নিজেকে বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে দীর্ঘ দিন ধরে সাধারণ রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকটকৃত অপু ওরফে নয়ন (৩০) তার অপরাধ স্বীকার করে বলেও জানায় র‌্যাব।

আটককৃত ভুয়া ডাক্তারকে পটুয়াখালী জেলার বাউফল থানায় হস্তান্তর করার পাশাপাশি ওই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

সূত্র: বাংলানিউজ২৪

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কোটার হার পরিবর্তন করতে পারবে সরকার, হাইকোর্ভোলায় কোটাবিরোধীদের পিটিয়ে হাসপাতালে পাঠাল তির-ধনুক দিয়ে বিবিসি সাংবাদিকের স্ত্রীসহ দুইবদলে যাওয়া পরীমনি১০ জনের দল নিয়ে উরুগুয়েকে হারিয়ে ফাইনালে কলমসংবাদ সম্মেলন ডেকেছে এনটিআরসিএশিক্ষার্থীরা বোধহয় সীমা অতিক্রম করে যাচ্ছেনজেলেদের চাল আত্মসাতের বিচার দাবিতে মানববন্ধবরিশালে পুলিশের বাঁধা ডিঙিয়ে মহাসড়ক অবরোধ শিপুলিশকে নিয়ে সংবাদ প্রকাশে সতর্কতার অনুরোধঢাকা-বরিশাল মহাসড়কে ২ বাসের মুখোমুখি সংঘর্ষশিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মের ছুটি কমল, শনিবাপ্রধানমন্ত্রী আগামীকাল ভারত যাচ্ছেনওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে সুপার এইট শুরু ইংল্যদক্ষিণ আফ্রিকার সঙ্গে লড়াই করে হারলো যুক্তরা
%d