বরগুনায় সড়ক দুর্ঘটনায় এনএসআই কর্মকর্তা নিহত

  • আপডেট টাইম : নভেম্বর ১১ ২০২২, ২৩:৫৮
  • 107 বার পঠিত
বরগুনায় সড়ক দুর্ঘটনায় এনএসআই কর্মকর্তা নিহত
সংবাদটি শেয়ার করুন....

রগুনায় সড়ক দুর্ঘটনায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সহকারী পরিচালক মো. আল-আমিন (৩৬) নিহত হয়েছেন। শুক্রবার (১১ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে আমতলী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের খলিয়ান নামক স্থানে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এনএসআই বরগুনা জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত পৌনে ৮টার দিকে ওই কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন ও মাঠকর্মী আবু তাহের একটি মোটরসাইকেলযোগে কলাপাড়া থেকে আমতলী আসছিলেন।

পথিমধ্যে আমতলী- কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের খলিয়ান নামক স্থানে পৌঁছলে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি খালি ট্রাক্টরের পিছনে মোটরসাইকেলটি ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই ওই এনএসআই কর্মকর্তা নিহত হন। এ সময় তার সঙ্গে থাকা মাঠকর্মী আবু তাহের (৩৫) গুরুতর আহত হন।
সংবাদ পেয়ে আমতলী থানার পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় এনএসআই কর্মকর্তার লাশ ও আহত মাঠকর্মীকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এনএসআই কর্মকর্তাকে মৃত ঘোষণা করেন। আহত মাঠকর্মী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান মোবাইল ফোনে বলেন, সড়ক দুর্ঘটনায় এনএসআই বরগুনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিহত হয়েছেন। তার সঙ্গে থাকা একই কার্যালয়ের মাঠকর্মী আহত হয়েছেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আবার ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে পাকিস্তানভারত থেকে আসছে চার কোটি ডিমবরিশাল-পটুয়াখালী- পিরোজপুর- ঝালকাঠীতে বিএনপিসমুদ্রে ভাসতে থাকা ২৩ জেলেকে উদ্ধারলঙ্কানদের বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন ভারতজমির মিথ্যা দলিল করলে ৭ বছরের কারাদণ্ডভারতের বিপক্ষে খেলবেন না মুশফিকবিশ্বের পাঁচটি বর্ধনশীল অর্থনীতির একটি বাংলবরিশালে ২৪ ঘণ্টায় ৭ ডেঙ্গু রোগীর মৃত্যু, হাসপবরিশালে একদিনে ৩১৮ জন ডেঙ্গু আক্রান্তআবারও বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলএডিসি হারুন সাময়িক বরখাস্ত৮ মিনিটে পদ্মা পাড়ি দিল পরীক্ষামূলক ট্রেনপ্রাথমিকে বৃত্তি পরীক্ষা আর থাকবে নাদেশে আনকাট সেন্সর পেলো ‘জাওয়ান’, মুক্তি আজই
%d bloggers like this: