রাজাপুরে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবি ভাংচুরের অভিযোগে আটক ২

  • আপডেট টাইম : ডিসেম্বর ১৭ ২০২২, ০৭:৩৮
  • 229 বার পঠিত
রাজাপুরে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবি ভাংচুরের অভিযোগে আটক ২
সংবাদটি শেয়ার করুন....

রাজাপুর প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও এমপি আমির হোসেন আমুর ছবি ভাংচুরের অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত দশটার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বদনিকাঠি বাজারের ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো উপজেলার উত্তর সাউথপুর এলাকার মো. আইউব আলী সরদারের ছেলে মো. বাদশা সরদার ও বদনিকাঠি এলাকার মো. কামরুল হাওলাদারের ছেলে মো. স্বাধীন হাওলাদার।

স্থানীয়রা জানায়, মঠবাড়ি ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের উপ নির্বাচনকে কেন্দ্র করে বদনিকাঠি বাজারে শুক্রবার সন্ধ্যায় ফুটবল মার্কার প্রার্থী ও মোড়গ মার্কার প্রার্থীর বড় ভাইয়ের সাথে নির্বাচন নিয়ে কথার কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন জড় হলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে উপজেলা ছাত্রলীগের নেতারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করে। এ সময় ফুটবল মার্কার প্রার্থী তার লোকজন নিয়ে স্থানীয় আওয়ামীলীগ কার্যালয়ের মধ্যে
ঢুকে ভিতর থেকে সাটার বন্ধ করে দিয়ে অফিসের মধ্যে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও এমপি আমির হোসেন আমুর ছবি ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ভাংচুরে জড়িত দুইজনকে আটক করে
থানায় নিয়ে আসে।

রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায় বলেন, ছবি ভাংচুরের ঘটনায় রাতেই ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে স্বাধীন নামে একজন ভাংচুরের কথা স্বীকার করেছে।এঘটনায় মঠবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বাদী হয়ে ১০জনের নাম উল্লেখসহ ২১ জনের নামে মামলা দায়ের করেছেন। স্বাধীন হাওলাদারকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার সকালে আদালতে পাঠিয়ে বাদশাহকে ছেড়ে দেয়া হয়েছে। বাকি আসামি গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কোটার হার পরিবর্তন করতে পারবে সরকার, হাইকোর্ভোলায় কোটাবিরোধীদের পিটিয়ে হাসপাতালে পাঠাল তির-ধনুক দিয়ে বিবিসি সাংবাদিকের স্ত্রীসহ দুইবদলে যাওয়া পরীমনি১০ জনের দল নিয়ে উরুগুয়েকে হারিয়ে ফাইনালে কলমসংবাদ সম্মেলন ডেকেছে এনটিআরসিএশিক্ষার্থীরা বোধহয় সীমা অতিক্রম করে যাচ্ছেনজেলেদের চাল আত্মসাতের বিচার দাবিতে মানববন্ধবরিশালে পুলিশের বাঁধা ডিঙিয়ে মহাসড়ক অবরোধ শিপুলিশকে নিয়ে সংবাদ প্রকাশে সতর্কতার অনুরোধঢাকা-বরিশাল মহাসড়কে ২ বাসের মুখোমুখি সংঘর্ষশিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মের ছুটি কমল, শনিবাপ্রধানমন্ত্রী আগামীকাল ভারত যাচ্ছেনওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে সুপার এইট শুরু ইংল্যদক্ষিণ আফ্রিকার সঙ্গে লড়াই করে হারলো যুক্তরা
%d