জেলেদের হামলায় রক্তাক্ত ইউপি চেয়ারম্যান

  • আপডেট টাইম : মার্চ ১৬ ২০২৩, ০৬:১৯
  • 251 বার পঠিত
জেলেদের হামলায় রক্তাক্ত ইউপি চেয়ারম্যান
সংবাদটি শেয়ার করুন....

জেলেদের জন্য বরাদ্দ চালের স্লিপ নিয়ে দ্বন্দ্বের জেরে ইউপি চেয়ারম্যানের ওপর হমলার ঘটনা ঘটেছে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ইউপি চেয়ারম্যানকে ঢাকায় পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) ভোলার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদের ওপর হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ইউপি চেয়ারম্যান জেলেদের জন্য বরাদ্দকৃত চালের স্লিপ বিতরণের জন্য ইউনিয়ন পরিষদে যান। সেখানে স্লিপ বিতরণ নিয়ে জেলে, ইউপি সদস্য ও চেয়াম্যানের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উত্তেজিত জেলেরা ইউপি চেয়ারম্যানের ওপর অতর্কিত হামলা চালায়।

ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদ জানান, সকালে জেলেদের পূনর্বাসনের চালের স্লিপ বিতরণ করতে ইউনিয়ন পরিষদে যান তিনি। পরে সেখানে ইউপি সদস্য আলম, শামিম, লাইজু, পারভেজ ও শাকিলের ইন্ধনে তাদের লোকজন চালের স্লিপ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি বাঁধা দিলে তার ওপর অতর্কিত হামলা চালায় জেলেরা।

অভিযুক্ত ইউপি সদস্য মো. শাকিল জানান, মোতালেব ব্যাপারি নামের এক জেলের থেকে চালের স্লিপের বিনিময়ে টাকা দাবি করেন চেয়ারম্যান। টাকা দিতে ওই ব্যক্তি অস্বীকার করলে তাকে মারধর করতে শুরু করে চেয়ারম্যান মুরাদ। পরে ভূক্তভোগী মোতালেব তার স্বজনদের খবর দিলে তারা এসে চেয়ারম্যানের ওপর হামলা চালায়। এ সময় তাদের সঙ্গে ইউনিয়নের বিভিন্ন সুযোগ-সুবিধা বঞ্চিত অন্যান্য জেলেরাও হামলায় অংশ নেয়।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান জানান, এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কোটার হার পরিবর্তন করতে পারবে সরকার, হাইকোর্ভোলায় কোটাবিরোধীদের পিটিয়ে হাসপাতালে পাঠাল তির-ধনুক দিয়ে বিবিসি সাংবাদিকের স্ত্রীসহ দুইবদলে যাওয়া পরীমনি১০ জনের দল নিয়ে উরুগুয়েকে হারিয়ে ফাইনালে কলমসংবাদ সম্মেলন ডেকেছে এনটিআরসিএশিক্ষার্থীরা বোধহয় সীমা অতিক্রম করে যাচ্ছেনজেলেদের চাল আত্মসাতের বিচার দাবিতে মানববন্ধবরিশালে পুলিশের বাঁধা ডিঙিয়ে মহাসড়ক অবরোধ শিপুলিশকে নিয়ে সংবাদ প্রকাশে সতর্কতার অনুরোধঢাকা-বরিশাল মহাসড়কে ২ বাসের মুখোমুখি সংঘর্ষশিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মের ছুটি কমল, শনিবাপ্রধানমন্ত্রী আগামীকাল ভারত যাচ্ছেনওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে সুপার এইট শুরু ইংল্যদক্ষিণ আফ্রিকার সঙ্গে লড়াই করে হারলো যুক্তরা
%d