ভুটানকে ৬-০ গোলে উড়িয়ে দিল মেয়েরা

  • আপডেট টাইম : মার্চ ০৮ ২০২৪, ০৬:২৩
  • 143 বার পঠিত
ভুটানকে ৬-০ গোলে উড়িয়ে দিল মেয়েরা
সংবাদটি শেয়ার করুন....

নেপালের পর ভারতকে হারিয়ে আগেই ফাইনাল খেলা নিশ্চিত করেছিল বাংলাদেশের কিশোরীরা। গ্রুপপর্বের শেষ ম্যাচেও দুর্বার সুরভী-আলপিরা। ভুটানকে উড়িয়ে দিয়েছে ৬-০ গোলে। সুবাদে অপরাজিত থেকেই অনূর্ধ্ব-১৬ সাফের ফাইনালে খেলবে সাইফুল বারীর শিষ্যরা।
আগামী রবিবার শিরোপা নির্ধারণী ম্যাচে প্রতিপক্ষ ভারত।

আগেই ফাইনাল নিশ্চিত হয়ে গেলেও একাদশে কোনো পরিবর্তন না এনেই ভুটান ম্যাচে নামে বাংলাদেশ। কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে শুরু থেকেই ভুটানের ওপর চাপ ফেলতে থাকে মেয়েরা। সুবাদে ১৩মিনিটে এগিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।
ফাতেমা আক্তারের লম্বা ক্রস ধরতে সুরভী আকন্দ প্রীতি অফসাইডের ফাঁদ ভেঙে বেরিয়ে যান। ড্রপ খেয়ে উপরে ওঠা বল হেডে গোলরক্ষকের মাথার উপর দিয়ে জালে জড়িয়ে দেন তিনি।

২৭ মিনিটে সহজ সুযোগ নষ্ট করায় ব্যবধান দ্বিগুণ করতে পারেনি বাংলাদেশ। তবে খানিক পরেই দুই মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বাংলাদেশ।
৩৩ মিনিটে দৃষ্টিনন্দন গোল করেন ফাতিমা। বক্সের বেশ বাইরে থেকে এই মিডফিল্ডারের নেওয়া ফ্রি কিক হাওয়ায় ভেসে গোলরক্ষককে মাথার ওপর দিয়ে গিয়ে জড়িয়ে যায় জালে। পরের মিনিটেই কর্নার থেকে ব্যবধান আরও বাড়ান ক্রানুচিং মারমা। ফাতিমার কর্নারে দূরের পোস্টে ফাঁকায় থাকা মারমা হেডে খুঁজে নেন জাল।

দ্বিতীয়ার্ধেও আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ।
রক্ষণ সামলাতেই ব্যতি ব্যস্ত ছিল ভুটানের ফুটবলাররা। বিরতি থেকে ফেরার পরপরই ব্যবধান ৪-০ করেন সাথী মুন্ডা। বাঁ প্রান্ত থেকে বদলি খেলোয়াড় মৌমিতা খাতুনের ক্রস থেকে সুরভীর পা ছুঁয়ে বল যায় পোস্টের মুখে অরক্ষিত সাথীর পায়ে। সহজ সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান বড় করেন বাংলাদেশি উইঙ্গার।

৬৯ মিনিটে ব্যবধানটা আরও বড় করেন থুইনুই মারমা। মৌমিতা খাতুনের ক্রস ধরে দূর পোস্টে জোরালো শট নেন থুইনুই, বল ভুটান গোলরক্ষককে ফাঁকি দিয়ে জড়ায় জালে। আর ৭৭ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের ষষ্ঠ গোল এনে দেন সুরভী। বক্সের বাইরে বল পেয়ে ভুটানের কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করে বল জালে পাঠান তিনি। আসরে এ নিয়ে প্রীতির গোল হলো পাঁচটি।

নেপালকে ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে ভারতকে হারায় ৩-১ গোলে। আর আজ উড়িয়ে দিল ভুটানকে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কোটার হার পরিবর্তন করতে পারবে সরকার, হাইকোর্ভোলায় কোটাবিরোধীদের পিটিয়ে হাসপাতালে পাঠাল তির-ধনুক দিয়ে বিবিসি সাংবাদিকের স্ত্রীসহ দুইবদলে যাওয়া পরীমনি১০ জনের দল নিয়ে উরুগুয়েকে হারিয়ে ফাইনালে কলমসংবাদ সম্মেলন ডেকেছে এনটিআরসিএশিক্ষার্থীরা বোধহয় সীমা অতিক্রম করে যাচ্ছেনজেলেদের চাল আত্মসাতের বিচার দাবিতে মানববন্ধবরিশালে পুলিশের বাঁধা ডিঙিয়ে মহাসড়ক অবরোধ শিপুলিশকে নিয়ে সংবাদ প্রকাশে সতর্কতার অনুরোধঢাকা-বরিশাল মহাসড়কে ২ বাসের মুখোমুখি সংঘর্ষশিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মের ছুটি কমল, শনিবাপ্রধানমন্ত্রী আগামীকাল ভারত যাচ্ছেনওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে সুপার এইট শুরু ইংল্যদক্ষিণ আফ্রিকার সঙ্গে লড়াই করে হারলো যুক্তরা
%d