প্রবাসী নারীকর্মীদের এক শতাংশেরও কম নির্যাতনের শিকার

  • আপডেট টাইম : নভেম্বর ২৮ ২০১৯, ০৫:০২
  • 948 বার পঠিত
প্রবাসী নারীকর্মীদের এক শতাংশেরও কম নির্যাতনের শিকার
সংবাদটি শেয়ার করুন....

৬ লাখের বেশি নারী কর্মী বিদেশে কর্মরত থাকলেও তাদের মধ্যে মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি নারীকর্মীদের মধ্যে নির্যাতনের শিকার ১ শতাংশেরও কম বলে দাবি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রবাসে কর্মরত এসব নারীদের মধ্যে গৃহকর্মীরাই বেশি নির্যাতনের শিকার বলে জানায় মন্ত্রণালয়। তবে সংখ্যায় সংখ্যায় যেটাই হোক নির্যাতন বন্ধে কার্যকরী পদক্ষেপ নিতে বলেছে সংসদীয় কমিটি।

বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে নিয়ে আলোচনা হয়েছে। কমিটির সভাপতি মুহম্মদ ফারুক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সদস্য নুরুল ইসলাম নাহিদ, নাইম রাজ্জাক ও নিজাম উদ্দিন জলিল (জন) অংশ নেন।

বৈঠকের বিষয়ে কমিটির সভাপতি ফারুক খান সাংবাদিকদের বলেন, মধ্যপ্রাচ্যে নারী শ্রমিকদের নির্যাতনের বিষয়ে আলোচনা করেছি। মন্ত্রণালয় জানিয়েছে বর্তমানে ৬ লাখের বেশি নারী কর্মী বিদেশে আছেন। এরমধ্যে নির্যাতনের হার এক শতাংশেরও কম। তবে আমরা বলেছি সংখ্যায় যেটাই হোক নির্যাতন বন্ধে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। কোনো নারী নির্যাতনের শিকার হলে পররাষ্ট্র বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে বাদী হয়ে মামলা করতে হবে। নির্যাতনকারীদের ওপর চাপ অব্যাহত রাখতে হবে।

মন্ত্রণালয়ের উদ্বৃতি দিয়ে সভাপতি জানান, অনেক নারীকর্মী বিদেশে ভালো আছেন। তারা নিজেরা দেশে ফিরে আসার পর আবারও যাচ্ছেন। তাদের আত্মীয় স্বজনদেরও নিয়ে যাচ্ছেন।

বৈঠকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- তুলনামুলকভাবে পুরুষ কর্মীদের থেকে নারীকর্মীরা বেশি রেমিট্যান্স পাঠায়। পুরুষরা তাদের আয়ের ৬০ শতাংশ রেমিটেন্স পাঠায় সেখানে নারীরা পাঠান ৯০ শতাংশ।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
ছুরি-ব্লেড দিয়ে নিজেই অপারেশন করতেন মিল্টনপ্রয়োজনে শুক্রবারও ক্লাস: শিক্ষামন্ত্রীজনগণের আস্থাহীন সেনাবাহিনী রণাঙ্গণে জয়ী হতে শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কউত্তাল নথুল্লাবাদআনারস ও মটর সাইকেল প্রার্থীর সমর্থকদের সংঘর্মিল্টন সমাদ্দার গ্রেপ্তার, উজিরপুরে মিষ্টি বআমাকে উৎখাত করলে পরবর্তীতে কে আসবে, প্রশ্ন প্আইপিএল ছেড়ে দেশে ফিরতে হবে মুস্তাফিজকে!ইডেনের গ্যালারিতে বসেই ধূমপান, প্রবল সমালোচনআরো ১১৮ বুদ্ধিজীবীর তালিকা দিল মুক্তিযুদ্ধ মঢাকার বস্তির বেশিরভাগ মানুষ বরিশালেরভারতে উত্তর প্রদেশে মাদ্রাসা বন্ধের নির্দেশ সৌদি আরবে চাঁদ দেখা গেছে, মঙ্গলবার বাংলাদেশে ভারতকে হারিয়ে শিরোপা জিতলো বাংলাদেশ
%d