বরিশাল ২৭শে মে, ২০২২ খ্রিস্টাব্দ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ | ২৫শে শাওয়াল, ১৪৪৩ হিজরি
চরফ্যাশন বাজারের উপর দিয়ে যাওয়ার পথে জাটকার ট্রলি আটক করা হয়েছে পুলিশ। ১২০ কেজি জাটকা ৫টি এতিম খানায় বিতরণ করা হয়েছে। এক জনের ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ১১টায় চরফ্যাশন সদর বাজার দিয়ে জাটকা ইলিশের ট্রলিটি(ট্রাক) রওয়ানা হলে জাটকা আছে এমন সন্দেহে পুলিশ জব্দ করেছে। পরে থানা চত্বরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার প্রকাশ্যে মাছ গুলো নামিয়ে সংরক্ষিত ১২০ কেজি জাটকা এতিম খানায় বিতরণ করা হয়েছে।
বাকী বড় ইলিশ গুলো প্রকাশ্যে ৪০হাজার টাকা নিলামে বিক্রি করা হয়। আটক চর নাজিম উদ্দিন গ্রামের মোসলে উদ্দিন(৩৫)এর ৫হাজার টাকা জরিমানা করা হয়।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ ওসি শামসুল আরেফীন বলেন, মাছ আটক করা হয়েছে। মাছ গুলো সরকারি নিয়ম মোতাবেক সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার ব্যবস্থা গ্রহণ করেছেন।