বরিশালে বোর্ডে সেরা বরগুনা জেলা

  • আপডেট টাইম : ডিসেম্বর ৩১ ২০১৯, ০৬:১৩
  • 1033 বার পঠিত
বরিশালে বোর্ডে সেরা বরগুনা জেলা
সংবাদটি শেয়ার করুন....

এবারের জেএসসির ফলাফলে পাশের হাড়ে এগিয়ে বরিশাল বোর্ডের আওতাধীন বরগুনা জেলা। যে গত বছর দ্বিতীয় অবস্থানে ছিলো। আর গতবছরের শীর্ষে থাকা ভোলা জেলা এবছর রয়েছে দ্বিতীয় স্থানে।

এবছর শীর্ষে থাকা বরগুনার জেলার পাশের হাড় ৯৯.১৮ ভাগ এবং ঝালকাঠি জেলায় পাশের হার ৯৫ দশমিক৯।

এবছর বরগুনা জেলায় ১৮৭ স্কুলের ১১ হাজার ৭৯৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় মোট অংশগ্রহন করে। যারমধ্যে ছেলে ৫ হাজার ৫১৭, মেয়ে ৬ হাজার ২৭৯ জন। পাশ করেছে ১১ হাজার ৫৮১জন। যারমধ্যে ছেলে ৫ হাজার ৩৯৩ ও মেয়ে ৬ হাজার ১৮৮ জন। এ জেলায় মোট জিপিএ-৫ পেয়েছে ৫৩৬ জন, যারমধ্যে ১৬৮ জন ছেলে এবং ৩৭৮ শত জন মেয়ে জিপিএ-৫ পেয়েছে।

দ্বিতীয় স্থানে রয়েছে ভোলা জেলা, যেখানে পাশের হাড় ৯৭.৮২ ভাগ। এ জেলায় ২৮৪ টি বিদ্যালয়ের ২১ হাজার ১৫৫ জন অংশগ্রহনকারী পরীক্ষার্থীর মধ্যে পাশ করছেনে ২০ হাজার ৬৯৪ জন। পাশের মধ্যে ছেলে ৯ হাজার ৪৯৪ জন ও মেয়ে ১১ হাজার ২ শত জন। এ জেলায় মোট জিপিএ-৫ পেয়েছে ৭৭৫ জন।

তৃতীয় স্থানে রয়েছে বরিশাল জেলা, যেখানে পাশের হাড় ৯৭.১৫ ভাগ। এ জেলায় ৪৬২ টি বিদ্যালয়ের ৩৬ হাজার ৪৪৩ জন অংশগ্রহনকারী পরীক্ষার্থীর মধ্যে পাশ করছেনে ৩৫ হাজার ৮৩০জন। পাশের মধ্যে ছেলে ১৬ হাজার ৫১ জন ও মেয়ে ১৯ হাজার ৭৭৯ জন। এ জেলায় মোট জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ১৪৫ জন।

অপরদিকে চতুর্থ স্থানে রয়েছে পটুয়াখালী জেলা, যেখানে পাশের হাড় ৯৭.১৪ ভাগ। এ জেলায় ৩০৫ টি বিদ্যালয়ের ২০হাজার ১২৫ জন অংশগ্রহনকারী পরীক্ষার্থীর মধ্যে পাশ করছেনে ১৯ হাজার ৫৪৯ জন। পাশের মধ্যে ছেলে ৯ হাজার ৫০৯ জন ও মেয়ে ১০ হাজার ৪০ জন। এ জেলায় মোট জিপিএ-৫ পেয়েছে ৬৪৭ জন।

পঞ্চম স্থানে রয়েছে পিরোজপুর জেলা, যেখানে পাশের হাড় ৯৫.৯২ ভাগ। এ জেলায় ২৭৮ টি বিদ্যালয়ের ১৪ হাজার ২৭৭ জন অংশগ্রহনকারী পরীক্ষার্থীর মধ্যে পাশ করছেনে ১৩ হাজার ৬৯৫ জন। পাশের মধ্যে ছেলে ৫ হাজার ৯৪৩ জন ও মেয়ে ৭ হাজার ৭৫২ জন। এ জেলায় মোট জিপিএ-৫ পেয়েছে ৫৬৪ জন।

আর সর্বোশেষ অবস্থানে থাকা ঝালকাঠি জেলায় পাশের হার ৯৫ দশমিক ৯। এ জেলায় ১৯৮ টি বিদ্যালয়ের ৯ হাজার ৭৪৯ জন অংশগ্রহনকারী পরীক্ষার্থীর মধ্যে পাশ করছেনে ৯ হাজার ২৭০ জন। পাশের মধ্যে ছেলে ৪ হাজার ১৩১ জন ও মেয়ে ৫ হাজার ১৩৯ জন। এ জেলায় মোট জিপিএ পেয়েছে ২৮১ জন। যারমধ্যে ১০১ জন ছেলে এবং ১৮০ জন মেয়ে জিপিএ-৫ পেয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আইপিএল ছেড়ে দেশে ফিরতে হবে মুস্তাফিজকে!ইডেনের গ্যালারিতে বসেই ধূমপান, প্রবল সমালোচনআরো ১১৮ বুদ্ধিজীবীর তালিকা দিল মুক্তিযুদ্ধ মঢাকার বস্তির বেশিরভাগ মানুষ বরিশালেরভারতে উত্তর প্রদেশে মাদ্রাসা বন্ধের নির্দেশ সৌদি আরবে চাঁদ দেখা গেছে, মঙ্গলবার বাংলাদেশে ভারতকে হারিয়ে শিরোপা জিতলো বাংলাদেশপুরো রমজান মাস বন্ধ থাকবে প্রাথমিক-মাধ্যমিক প্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলি শুরু চলতি মাভুটানকে ৬-০ গোলে উড়িয়ে দিল মেয়েরাপাকিস্তানে ইমরান খানের জেলে হামলা, আটক ৩জাতির পিতা সংবিধানে নারীদের অধিকার নিশ্চিত কপিরোজপুরে ত্রিমুখী সংঘর্ষে নারী-শিশুসহ নিহত মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশইতিহাস মুছে ফেলা যায় না, আজকে সেটাই প্রমাণিত:
%d