বরিশাল ২রা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ১৮ই রজব, ১৪৪২ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এর কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে মঙ্গলবার সকাল আনুমানিক ৮টায় জেলার গলাচিপা থানাধীন পানপট্টি বাজারে অভিযান পরিচালনা করে ৬০ মণ জাটকা সহ ১৫ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
এ সময় জাটকা ব্যবসায়ের সাথে জড়িত চারজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হচ্ছে, পানপট্রির সুলতান প্যাদার ছেলে শহিদুল প্যাদা(২৮), রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়ার হানিফ সরকারের ছেলে আবু তাহের (২২)
পানপট্রির আফজাল মৃধার ছেলে মোরসালিন মৃধা (২৭)। আটকদেরকে গলাচিপা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক ৩০ (ত্রিশ) দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়।
জব্দকৃত জাটকা সমূহ স্থানীয় ২০টি এতিম খানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে বলে র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন জানান।