বরিশাল ১২ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ | ১৩ই মহর্রম, ১৪৪৪ হিজরি
বরিশালের গৌরনদী উপজেলার বানীয়াশুরী গ্রামের বাদামতলা এলাকার বাসিন্দা হেলাল সিকদার চীন থেকে এসে নিজ বাড়িতে আত্মগোপন করায় এলাকাবাসীর মাঝে করোনাভাইরাস আতঙ্ক বিরাজ করছে। তিনি ওই এলাকার জালাল সিকদারের ছেলে। এক বছর পূর্বে চীনে ডাক্তারি পড়ার জন্য যান।
জানা যায়, শনিবার গভীর রাতে তিনি বাড়িতে পৌঁছলে তাকে বাড়িতে রেখে মা, বাবা, বোনসহ সকল সদস্য বাড়ি থেকে অন্যত্র চলে যায়। এ ঘটনা আজ রবিবার জানাজানি হলে এলাকাবাসীর চাপের মুখে তার মা ওই ঘরে প্রবেশ করেছে।
তার পরিবার জানিয়েছে, তার করোনাভাইরাস নেই। যেহেতু তিনি চীন থেকে এসেছেন তাই তার পরিবারের সদস্যদের অন্যত্র সরিয়ে দিয়েছেন বিশ্রাম নেওয়ার জন্য। পরে পরিবারের সদস্যরা এক জায়গায় হবে।
গৌরনদী মডেল থানার পরিদর্শক গোলাম ছরোয়ার জানান, ঘটনাটি মাত্র শুনেছি। ডাক্তারদের সাথে আলাপ করে ব্যবস্থা নিচ্ছি।