অন্যের হয়ে প্রক্সি পরীক্ষা দেয়ার আপরাধে কলাপাড়ায় তিন ভুয়া পরীক্ষার্থীকে সাজা

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৭ ২০২০, ১৮:০১
  • 927 বার পঠিত
অন্যের হয়ে প্রক্সি পরীক্ষা দেয়ার আপরাধে কলাপাড়ায় তিন ভুয়া পরীক্ষার্থীকে সাজা
সংবাদটি শেয়ার করুন....

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় অন্যের হয়ে প্রাক্সি পরীক্ষা দেয়ার আপরাধে তিন ভুয়া পরীক্ষার্থীকে সাজা দিয়েছে
ভ্রম্যমান আদালত। এরা হচ্ছে ফাহিমা (১৯), মো. অলিউল্লাহ (৩২) ও মো. ফারুক (২৩)। এদের প্রত্যেককে ভ্রাম্যামান আদালত এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন। শুক্রবার ১০টায় কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাশের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমান আদালত এ দন্ডাদেশ প্রদান করেন।

পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে অধিনে এস এসসি প্রোগ্রামের প্রথম বর্ষের গনিত পরিক্ষা চলছিল। কেন্দ্রে মোট ৪৪ জন পরীক্ষার্থী অশং গ্রহন করে। এ পরীক্ষায় মোসা. নুরুন্নাহার, মো.আবুল বাসার ও মো.সাইফউদ্দিন আল-মামুনের অশং গ্রহনরে কথা ছিল। কিন্তু এদের পরিবর্তে ওই ভূয়া পরিক্ষার্থীরা পরিক্ষা দিচ্ছিল।
পরীক্ষা পরিদর্শক উপস্থিতি স্বাক্ষর নিতে গিয়ে প্রবেশপত্রের ছবি সাথে তাদের মিল না থাকায় উপজেলা প্রশাসনকে আবহিত করা হয়। সাজাপ্রাপ্তার ফাহিমা বাড়ি কলাপাড়া উপজেলার দীঘর বালীয়াতলী গ্রামে,মো.অলিউল্লাহ বাড়ি পটুয়াখালী তিতকাটা গ্রামে ও মো. ফারুকের বাড়ি মহিপুর থানার দিয়ার আমখোলা পাড়া গ্রামে বলে জানা গেছে।

কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাশ জানান, পরীক্ষার কেন্দ্র প্রধান এ বিষয়টি জানায়। এর পর ঘটনাস্থলে গিয়ে ভূয়া পরীক্ষার্থীদের হাতে নাতে আটক করে প্রত্যেককে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
ছুরি-ব্লেড দিয়ে নিজেই অপারেশন করতেন মিল্টনপ্রয়োজনে শুক্রবারও ক্লাস: শিক্ষামন্ত্রীজনগণের আস্থাহীন সেনাবাহিনী রণাঙ্গণে জয়ী হতে শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কউত্তাল নথুল্লাবাদআনারস ও মটর সাইকেল প্রার্থীর সমর্থকদের সংঘর্মিল্টন সমাদ্দার গ্রেপ্তার, উজিরপুরে মিষ্টি বআমাকে উৎখাত করলে পরবর্তীতে কে আসবে, প্রশ্ন প্আইপিএল ছেড়ে দেশে ফিরতে হবে মুস্তাফিজকে!ইডেনের গ্যালারিতে বসেই ধূমপান, প্রবল সমালোচনআরো ১১৮ বুদ্ধিজীবীর তালিকা দিল মুক্তিযুদ্ধ মঢাকার বস্তির বেশিরভাগ মানুষ বরিশালেরভারতে উত্তর প্রদেশে মাদ্রাসা বন্ধের নির্দেশ সৌদি আরবে চাঁদ দেখা গেছে, মঙ্গলবার বাংলাদেশে ভারতকে হারিয়ে শিরোপা জিতলো বাংলাদেশ
%d