কলাপাড়ায় ভিজিডির চাল বিতরণ বন্ধ

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৭ ২০২০, ১৯:২৯
  • 963 বার পঠিত
কলাপাড়ায় ভিজিডির চাল বিতরণ বন্ধ
সংবাদটি শেয়ার করুন....

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।পটুয়াখালীর কলাপাড়ায় ভিজিডি চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। দু:স্থ মহিলা পরিবার
প্রতি ৩০ কেজি করে চাল দেয়ার কথা থাকলেও সেখানে দেয় হচ্ছে ২৫ কেজি করে।

শুক্রবার সকাল দশটায় কলাপাড়া পৌর শহরে অবস্থিত চাকামইয়া ইউনিয়ন পরিষদের অফিসে চাল বিতরণের অনিয়মের বিষয়টি জানার পর ট্যাগ অফিসারের মাধ্যমে ভিজিডি চাল বিতরণ বন্ধ রাখে উপজেলা প্রশাসন। উত্তর চাকামইয়া গ্রামের আ: মান্নান, শহিদুল ও ফজলু কাজীসহ একাধিক ভুক্তভোগী বলেন, এ ইউনিয়নের ৩২৮ জন ভিজিডি কার্ডধারীদের সরকার কর্তৃক নির্ধারিত জনপ্রতি ৩০ কেজি চালের বস্তা দেয়ার কথা থাকলেও বালতি দিয়ে মাপ ছাড়া চাল দেয়া হয়েছে। এক্ষেত্রে জনপ্রতি ২০-২৫ কেজি করে চাল পেয়েছে। অনেকে আবার এর চেয়ে কম চালও পেয়েছে বলে অভিযোগ রয়েছে। বেতমোড় গ্রামের মোসাম্মৎ রানী বেগম জানান, ইউনিয়ন পরিষদে বসে চাল না দিয়ে কলাপাড়া শহরের রূপালী ব্যাংকের নীচতলায় একটি কক্ষে চাল বিতরণ শুরু করে জনৈক আব্দুল বারেক। তিনি ৫০ কেজির এক বস্তা চাল দুইজনকে নিতে বাধ্য করেন। চাকামইয়া থেকে এ দরিদ্র মহিলার কলাপাড়ায় আসতে পরিবহন বাবদ এক শ’ টাকা খরচ হয়েছে। উত্তর চাকামইয়ার সুমা আক্তার, শারমিন আক্তার, মোসাম্মৎ রুকি, মোসাম্মৎ রেখার অভিযোগের ধরন একই। এরা আবার চাল
পায়নি। অনেক দরিদ্র নারীরা জানান, ভিজিডির নাম অন্তর্ভূক্ত করতে তিন হাজার করে টাকা দিতে হয়েছে। চাল পরিমাণে কম দেয়ার জন্যই ট্যাগ অফিসারের অনুপস্থিতে বন্ধের দিনটি বেছে নেয়া হয়েছে। তবে চাল কম দেয়ার বিষয়টি সত্য নয় বলে দাবী করে চাকামইয়া ইউপি চেয়ারম্যান কেরামত হাওলাদার সাংবাদিকদের জানান, ১৯১ বস্তায় ৯৮৪০ কেজি চাল সরকারী গোডাউন হতে ছাড়িয়েছি।

চাল বিতরণের দায়িত্বরত ট্যাগ অফিসার উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম জানান, চাল বিতরণের বিষয়ে আমি কিছুই জানিনা। যথাযথ কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দিবো। উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনর(ভুমি) অনুপ দাস জানান, চাল বিতরণের অনিয়মের বিষয়টি জানার পর চাল বিতরণ বন্ধ রেখেছি। তদন্ত করে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
ছুরি-ব্লেড দিয়ে নিজেই অপারেশন করতেন মিল্টনপ্রয়োজনে শুক্রবারও ক্লাস: শিক্ষামন্ত্রীজনগণের আস্থাহীন সেনাবাহিনী রণাঙ্গণে জয়ী হতে শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কউত্তাল নথুল্লাবাদআনারস ও মটর সাইকেল প্রার্থীর সমর্থকদের সংঘর্মিল্টন সমাদ্দার গ্রেপ্তার, উজিরপুরে মিষ্টি বআমাকে উৎখাত করলে পরবর্তীতে কে আসবে, প্রশ্ন প্আইপিএল ছেড়ে দেশে ফিরতে হবে মুস্তাফিজকে!ইডেনের গ্যালারিতে বসেই ধূমপান, প্রবল সমালোচনআরো ১১৮ বুদ্ধিজীবীর তালিকা দিল মুক্তিযুদ্ধ মঢাকার বস্তির বেশিরভাগ মানুষ বরিশালেরভারতে উত্তর প্রদেশে মাদ্রাসা বন্ধের নির্দেশ সৌদি আরবে চাঁদ দেখা গেছে, মঙ্গলবার বাংলাদেশে ভারতকে হারিয়ে শিরোপা জিতলো বাংলাদেশ
%d