পটুয়াখালী স্কুল ভবন নির্মানে দীর্ঘ সূত্রিতার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ২০ ২০২০, ২১:৪৩
  • 934 বার পঠিত
পটুয়াখালী স্কুল ভবন নির্মানে দীর্ঘ সূত্রিতার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
সংবাদটি শেয়ার করুন....

পটুয়াখালী প্রতিনিধিঃ জেলার গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের ৭৭নং দক্ষিন লামনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মানে দীর্ঘ সূত্রিতার প্রতিবাদে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরাসহ স্থানীয়দের মানবববন্ধন ।
গতকাল ১৯ ফেব্রæয়ারী সকালে ৭৭নং দক্ষিন লামনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নির্মানাধীন ভবনের ভিটির উপরে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরাসহ স্থানীয়দের ঘন্টাব্যাপী মানববন্ধন পালনকালে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের মধ্যে মোঃ এনায়েত কাজী, ইউপি সদস্য ও স্কুল কমিটির সদস্য মোঃ হানিফ মৃধা, আঃ রব মোল্লা, আহসানুল হক হাসান, আমিনুল ইসলাম ফিরোজ, মোঃ নিজাম মোল্লা প্রমুখ। বক্তারা বলেন, এলজিইডি এর অধীনে বকুলবাড়িয়া ইউনিয়নের ৭৭নং দক্ষিন লামনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মানে ঠিকাদার অজ্ঞাত কারনে ভবন নির্মান কাজে বিলম্ব করছে। কয়েক মাস পরই বৃষ্টির মৌসুম আসছে। ভবনটি নির্মান কাজ সম্পন্ন না হলে ছেলে মেয়েদের লেখা পড়ায় বিঘœ সৃষ্টির আশংখা দেখা দিচ্ছে। এ ভবন নির্মানের মেয়াদ এক বছর আগেই শেষ হয়েছে। একই টেন্ডারে অন্যান্য ঠিকাদারের অনুরূপ ভবন নির্মান কাজ এক বছর আগেই শেষ করেছেন। কিন্তু ৭৭নং দক্ষিন লামনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মান ঠিকাদার কি কারনে দীঘ সূত্রিতা করে শিক্ষা কার্যক্রমে বাধা সৃষ্টি করছেন। তারা অবিলম্বে ভবন নির্মান কাজ সম্পন্ন করানোর জন্য সংশ্লিস্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন বক্তারাসহ কোমল মতি শিক্ষার্থীরা।
এ ব্যাপারে পটুয়াখালী এলজিইডি এর নির্বাহী প্রকৌশলী আঃ সাত্তার হাওলাদার জানান, আমি নতুন এসেছি, এ ভবন নির্মানের পে-মেন্ট করেন উপজেলা নির্বাহী অফিসার। তার কাছে বিষয়টি জানেন। গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম বলেন, আমার কাছে কেহ অভিযোগ করেন নি। আমাকে অবহিত না করে মানববন্ধন করেছে। আমি বিষয়টি আপনাকে জানাচ্ছি। দ্বিতীয় বার ইউএন সংশ্লিস্ট ইঞ্জিনিয়ারের বরাত দিয়ে বলেন, কাজ শুরু করেছিল, মাঝখানে কাজের গতি শিথিল ছিল। তবে ভবন নির্মান কাজ দ্রæত করা হবে। ঠিকাদারকে একাধিকবার ফোন করে পাওয়া যায়নি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আইপিএল ছেড়ে দেশে ফিরতে হবে মুস্তাফিজকে!ইডেনের গ্যালারিতে বসেই ধূমপান, প্রবল সমালোচনআরো ১১৮ বুদ্ধিজীবীর তালিকা দিল মুক্তিযুদ্ধ মঢাকার বস্তির বেশিরভাগ মানুষ বরিশালেরভারতে উত্তর প্রদেশে মাদ্রাসা বন্ধের নির্দেশ সৌদি আরবে চাঁদ দেখা গেছে, মঙ্গলবার বাংলাদেশে ভারতকে হারিয়ে শিরোপা জিতলো বাংলাদেশপুরো রমজান মাস বন্ধ থাকবে প্রাথমিক-মাধ্যমিক প্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলি শুরু চলতি মাভুটানকে ৬-০ গোলে উড়িয়ে দিল মেয়েরাপাকিস্তানে ইমরান খানের জেলে হামলা, আটক ৩জাতির পিতা সংবিধানে নারীদের অধিকার নিশ্চিত কপিরোজপুরে ত্রিমুখী সংঘর্ষে নারী-শিশুসহ নিহত মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশইতিহাস মুছে ফেলা যায় না, আজকে সেটাই প্রমাণিত:
%d