উজিরপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ২১ ২০২০, ১৪:৩২
  • 724 বার পঠিত
উজিরপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেস্ক।।  উজিরপুরে ব্যাপক আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শুক্রবার উপজেলা প্রশাসনের আয়োজনে ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্যের প্রতিনিধি, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ।

এছাড়াও উপজেলা আওয়ামীলীগ, মডেল থানা, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রেসক্লাব, বি.এন.খান ডিগ্রি কলেজ, উজিরপুর মহিলা কলেজ, সরকারি ডব্লিউ. বি. মডেল ইনষ্টিটিউশন, ছাত্রলীগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইসলামী ব্যাংক, শেরে বাংলা বালিকা বিদ্যালয়, মহিলা লীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, ঔষধ কোম্পানীর প্রতিনিধি, জাতীয়তাবাদী দল বিএনপি, ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন শ্রেণি পেশা ও রাজনৈতিক নেতৃবৃন্দ ফুল দিয়ে শহীদদের শুভেচ্ছা জানান।

সকাল ৮টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্কুল-কলেজ, মাদ্রাসা ও রাজনীতিবিদদের পৃথক পৃথক ব্যানার নিয়ে প্রভাথফেরী অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্তী, মডেল থানার অফিসার ইনচার্জ জিয়াউল আহসান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য এস,এম জামাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল প্রমূখ।

আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অশোক কুমার হাওলাদার, আঃ হাকিম সেরনিবয়াবাত, যুবলীগ সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি আঃ রহিম সরদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি কামাল হোসেন সবুজ, শ্রমিকলীগ আহবায়ক আনোয়ার হোসেন খান, যুগ্ম সম্পাদক শিপন মোল্লা, ছাত্রলীগ সভাপতি অসীম কুমার ঘরামী প্রমূখ। এ ছাড়া চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মিল্টন সমাদ্দার গ্রেপ্তার, উজিরপুরে মিষ্টি বআমাকে উৎখাত করলে পরবর্তীতে কে আসবে, প্রশ্ন প্আইপিএল ছেড়ে দেশে ফিরতে হবে মুস্তাফিজকে!ইডেনের গ্যালারিতে বসেই ধূমপান, প্রবল সমালোচনআরো ১১৮ বুদ্ধিজীবীর তালিকা দিল মুক্তিযুদ্ধ মঢাকার বস্তির বেশিরভাগ মানুষ বরিশালেরভারতে উত্তর প্রদেশে মাদ্রাসা বন্ধের নির্দেশ সৌদি আরবে চাঁদ দেখা গেছে, মঙ্গলবার বাংলাদেশে ভারতকে হারিয়ে শিরোপা জিতলো বাংলাদেশপুরো রমজান মাস বন্ধ থাকবে প্রাথমিক-মাধ্যমিক প্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলি শুরু চলতি মাভুটানকে ৬-০ গোলে উড়িয়ে দিল মেয়েরাপাকিস্তানে ইমরান খানের জেলে হামলা, আটক ৩জাতির পিতা সংবিধানে নারীদের অধিকার নিশ্চিত কপিরোজপুরে ত্রিমুখী সংঘর্ষে নারী-শিশুসহ নিহত
%d