দক্ষিনাঞ্চলের বৃহত্তম মৎস্য বন্দর আলীপুর ও মহিপুর পরিদর্শনে সংসদীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৪ ২০২০, ২০:২২
  • 878 বার পঠিত
দক্ষিনাঞ্চলের বৃহত্তম মৎস্য বন্দর আলীপুর ও মহিপুর পরিদর্শনে সংসদীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ
সংবাদটি শেয়ার করুন....

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি,২৪ ফেব্রেæয়ারি।। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত দক্ষিনাঞ্চলের মধ্যে বৃহত্তম মৎস্য বন্দর আলীপুর ও মহিপুর এলাকা পরিদর্শন করেছেন। সোমবার দুপুরে প্রথমে তাঁরা আলীপুর ও মহিপুর মৎস্য বন্দর পরিদর্শন করেন। এরপর তাঁরা মহিপুর মৎস্য বন্দরে নির্মাণাধীন সরকারি মৎস্য বাজারজাতকরণ কেন্দ্রের উন্নয়নমূলক কাজ ঘুরে দেখেন। সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা ইলিশ আহরণের অন্যতম স্থান রাবনাবাদ চ্যানেল এবং কলাপাড়া উপজেলা সদরে অবস্থিত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন করেন।
সংসদীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন টাঙ্গাইল-২ আসনের সাংসদ ও মৎস্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ছোট মনির। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেগম নাজমা আক্তার এমপি, শামীমা আক্তার খানম এমপি, কানিজ ফাতেমা আহমেদ এমপি, মহিপুর মৎস্য বাজারজাতকরণ কেন্দ্রের প্রকল্প পরিচালক জামাল হোসেন মজুমদার প্রমুখ।
সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা পরিদর্শন কার্যক্রম শেষে মহিপুর ও আলীপুর মৎস্য বন্দরের জেলে ও মৎস্য ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন। উপক‚লীয় এ অঞ্চলের জেলেরা গভীর সাগরে যোগাযোগের ক্ষেত্রে শক্তিশালী নেটওয়ার্ক ব্যবস্থা স্থাপন, বাংলাদেশের জলসীমায় পাশ্ববর্তী দেশের জেলের অবৈধ অনুপ্রবেশ বন্ধে সরকারের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।
জেলেদের দাবির প্রতি মৎস্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা সংহতি প্রকাশ করেন।
মঙ্গলবার সকালে সংসদীয় প্রতিনিধিদলটি বরগুনা জেলার তালতলী উপজেলায় জেলেদের সাথে মতবিনিময় করবেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
ছুরি-ব্লেড দিয়ে নিজেই অপারেশন করতেন মিল্টনপ্রয়োজনে শুক্রবারও ক্লাস: শিক্ষামন্ত্রীজনগণের আস্থাহীন সেনাবাহিনী রণাঙ্গণে জয়ী হতে শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কউত্তাল নথুল্লাবাদআনারস ও মটর সাইকেল প্রার্থীর সমর্থকদের সংঘর্মিল্টন সমাদ্দার গ্রেপ্তার, উজিরপুরে মিষ্টি বআমাকে উৎখাত করলে পরবর্তীতে কে আসবে, প্রশ্ন প্আইপিএল ছেড়ে দেশে ফিরতে হবে মুস্তাফিজকে!ইডেনের গ্যালারিতে বসেই ধূমপান, প্রবল সমালোচনআরো ১১৮ বুদ্ধিজীবীর তালিকা দিল মুক্তিযুদ্ধ মঢাকার বস্তির বেশিরভাগ মানুষ বরিশালেরভারতে উত্তর প্রদেশে মাদ্রাসা বন্ধের নির্দেশ সৌদি আরবে চাঁদ দেখা গেছে, মঙ্গলবার বাংলাদেশে ভারতকে হারিয়ে শিরোপা জিতলো বাংলাদেশ
%d