ফেসবুকে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকে কটুক্তি: ভোলায় মাদ্রাসা শিক্ষক আটক

  • আপডেট টাইম : মার্চ ১৩ ২০২০, ১৭:২৮
  • 766 বার পঠিত
ফেসবুকে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকে কটুক্তি: ভোলায় মাদ্রাসা শিক্ষক আটক
সংবাদটি শেয়ার করুন....

ভোলা প্রতিনিধি॥ ভোলার দৌলতখান উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে রাজনৈতিক ও ধর্মীয় উস্কানিমূলক পোষ্ট দেয়ায় মো. মনসুর ওরফে সফু মাষ্টার নামের এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। আটক মনসুর উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা ও একই এলাকার আহাম্মেদের হাট আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক। বৃহষ্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দৌলতখান থানা পুলিশ মনসুরকে নিজ বাড়ি থেকে আটক করে। পরে শুক্রবার সকালে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন।
দৌলতখান থানার পুলিশ পরিদর্শক (হাজীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, মনসুর ওরফে সফু মাষ্টার তার ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতির জনককে নিয়ে রাজনৈতিক ও ধর্মীয় উস্কানিমূলক চারটি পোষ্টদেয়। এর প্রেক্ষিতে তাকে দৌলতখান থানা পুলিশ আটক করে। পরে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২১(২), ২৫(২), ২৮(২), ২৯(১) ধরায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। যার মামলা নং-৫ ও তারিখ-১২/০৩/২০২০।
আগামী শনি অথবা রবিবার তার বিরুদ্ধে আদালতে রিমান্ড আবেদন করা হবে বলেও জানান এ কর্মকর্তা।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
ছুরি-ব্লেড দিয়ে নিজেই অপারেশন করতেন মিল্টনপ্রয়োজনে শুক্রবারও ক্লাস: শিক্ষামন্ত্রীজনগণের আস্থাহীন সেনাবাহিনী রণাঙ্গণে জয়ী হতে শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কউত্তাল নথুল্লাবাদআনারস ও মটর সাইকেল প্রার্থীর সমর্থকদের সংঘর্মিল্টন সমাদ্দার গ্রেপ্তার, উজিরপুরে মিষ্টি বআমাকে উৎখাত করলে পরবর্তীতে কে আসবে, প্রশ্ন প্আইপিএল ছেড়ে দেশে ফিরতে হবে মুস্তাফিজকে!ইডেনের গ্যালারিতে বসেই ধূমপান, প্রবল সমালোচনআরো ১১৮ বুদ্ধিজীবীর তালিকা দিল মুক্তিযুদ্ধ মঢাকার বস্তির বেশিরভাগ মানুষ বরিশালেরভারতে উত্তর প্রদেশে মাদ্রাসা বন্ধের নির্দেশ সৌদি আরবে চাঁদ দেখা গেছে, মঙ্গলবার বাংলাদেশে ভারতকে হারিয়ে শিরোপা জিতলো বাংলাদেশ
%d