বরিশাল ১১ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ | ১২ই মহর্রম, ১৪৪৪ হিজরি
ব্যতিক্রমী আয়োজনে জাতির জনক শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী পালন করল ‘নিউজ এডিটরস কাউন্সিল, বরিশাল। শহরের বঙ্গবন্ধু উদ্যানস্থ জাতির পিতার প্রতিকৃতির সামনে সুবিধাবঞ্চিত অন্তত ১০ শিশুকে নিয়ে কেকটি কাটেন সংগঠনের সভাপতি হাসিবুল ইসলামসহ নেতৃবৃন্দ।
যা মুজিবর্ষে উদাহরণ হয়ে থাকলো। বরিশালের আলোচিত এই সাংবাদিক সংগঠনটি এর আগেও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়নে সহায়ক ভুমিকা রাখে।
কিন্তু এবার ব্যতিক্রম এখানে রাষ্ট্রীয় একটি অনুষ্ঠান অর্থাৎ মহামানব শেখ মুজিবর রহমানের জন্মদিনেও নেতৃবৃন্দ সেই সুবিধাবঞ্চিত শিশুদের পাশে রেখেছেন। এই আয়োজন মঙ্গলবার সন্ধ্যারাতের।
সংগঠনটির সভাপতি হাসিবুল ইসলাম বলেন- বিশেষ একটি দিনে বরিশাল প্রেক্ষাপটে সাংবাদিকদের সংগঠনগুলো নানান আয়োজনে কর্মসূচি পালন করলেও সুবিধাবঞ্চিতদের শিশুদের কাছে রাখার উদাহরণ নেই।
অথচ এই দিনটি শুধু শেখ মুজিবের জন্মদিনই নয়, জাতীয় শিশু দিবসও বটে। তাই নিউজ এডিটরস্ কাউন্সিল, বরিশাল তাদের ব্যতিক্রমী আয়োজন পালন করল সুবিধবাবঞ্চিত শিশুদের নিয়ে কেক কেটে।
কেক কাটার সময় উপস্থিত ছিলেন- বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মানুন অর রশিদ, সংগঠনের সহ-সভাপতি আমিনুল শাহীন, কোষাধ্যক্ষ আল আমিন গাজী, কার্যনিবাহী সদস্য মো. আসাদুজ্জামান, রিয়াজ পাটোয়ারী, সৈয়দ বাবু, শহিদুল্লাহ সুমন, সাইফুল ইসলাম, মাহাদী হাসান ও প্রিন্স তালুকদারসহ নেতৃবৃন্দ।