বরিশাল ২৭শে মে, ২০২২ খ্রিস্টাব্দ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ | ২৫শে শাওয়াল, ১৪৪৩ হিজরি
এ এস সিফাত।। বরিশালে ৭নং ওয়ার্ডের দরিদ্রদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার ও মার্কস বিতরণ করেন ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন।
বৃহস্পতিবার দুপুর ২টায় নগরীর ৭নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে দরিদ্রদের মাঝে তিনি এ করোনা ভাইরাস প্রতিরোধের সুরক্ষা সামগ্রী বিতরণ করেন। এসময় স্থানীয়রা জানান, আমাদের ওয়ার্ডের কাউন্সিলর সকল বিপদে-আপদে আমাদের পাশে থাকেন। আমরা তার সুরক্ষা সামগ্রিক পেয়ে খুশি।
এসময় বিসিসি প্যানেল মেয়র ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর এ্যাড. রফিকুল ইসলাম খোকন জানান, দেশের সংকটময় পরিস্থিতিতে সকলের উচিত নিজ নিজ স্থান থেকে এগিয়ে আসা। এই দুঃসময়ে বিত্তবানরা দরিদ্রদের পাশে দাঁড়াবেন এটাই স্বাভাবিক। আমার স্থান থেকে এবং আমার পক্ষে যতখানি করা সম্ভব আমি আমাদের আমার ও দলের পক্ষ থেকে জনগণের জন্য সেটা করতে প্রস্তুত। সকলে জনসমাগম এড়িয়ে চলবেন এবং মাক্স পড়বেন ও সর্বদা সাবান দিয়ে অন্তত ২০ সেকেন্ড হাত ধোবেন।