ভোলায় এবার দা‌রোগার তান্ডব/ পেটা‌লেন দাদার বয়‌সি প্র‌তিব‌ন্ধি‌কে

  • আপডেট টাইম : এপ্রিল ০২ ২০২০, ১৮:৪৭
  • 1129 বার পঠিত
ভোলায় এবার দা‌রোগার তান্ডব/ পেটা‌লেন দাদার বয়‌সি প্র‌তিব‌ন্ধি‌কে
সংবাদটি শেয়ার করুন....

 

ভোলা প্রতিনিধিঃ

দারোগা পুলিশের নয়,  বংশীয় পদবি আর এই দাপটেই দাবড়িয়ে বেড়াচ্ছেন পুরো কুদবা ইউনিয়ন। জায়গা দখলের উদ্দেশ্যে সেচ্ছাসেবকলীগ নেতা সবুজ দারোগা এবার পেটালেন দাদার বয়সি প্রতিবন্ধী বৃদ্ধকে। নির্যাতনের স্বীকার বৃদ্ধাকে হাসপাতালে নেয়া হয়েছে।

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা, শারীরিক প্রতিবন্ধী মোতাহার হোসেন। তিনি স্ত্রী সন্তানদের নিয়ে উক্ত এলাকায় বসবাস করে আসছেন। অত্যন্ত নিরীহ ও অসহায় এই পরিবারের উপরে বারবার বর্বর নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় সেচ্ছাসেবক লীগ নেতা সবুজ দারোগার বিরুদ্ধে ।

 

একই বাড়ির কাদের দারোগার ছেলে সবুজ দারোগা, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক এই প্রতিবন্ধী বৃদ্ধের জায়গা জোরপূর্বক দখল করার চেষ্টা করছে বলে একাধিক সূত্রে অভিযোগ পাওয়া গেছে। প্রতিবন্ধী মোতাহার বাধা দিতে আসলেই ক্ষমতার অপব্যবহার করে নিরীহ এই বৃদ্ধকে অসংখ্যবার মারধর ও নির্যাতন করার অভিযোগ আসছে সবুজ দারোগার বিরুদ্ধে।

সর্বশেষ গতকাল সবুজ ও তার স্ত্রী এবং ভাইয়েরা মিলে অসহায় এই পরিবারটির উপরে বর্বরোচিত হামলা চালায়।

 

বিষয়টি গনমাধ্যমে প্রকাশ করায় তাদেরকে আরও বেশী নির্যাতনের হুমকি দিয়ে ঘরে বন্দি করে রেখেছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

এ প্রসঙ্গে কুতুবা ইউনিয়নের চেয়ারম্যান, জোবায়েত এর কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।

এ বিষয়ে জানতে চেয়ে সবুজ দারোগার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে, তিনি সাংবাদিকের সাথে অশালীন আচরণ করেন।

 

বিষয়টি ভোলা ২ আসনের জনপ্রিয় সাংসদ Ali Azam Mukul MP মহোদয়ের হস্তক্ষেপ কামনা করেছেন অসহায় প্রতিবন্ধি পরিবারটি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কউত্তাল নথুল্লাবাদআনারস ও মটর সাইকেল প্রার্থীর সমর্থকদের সংঘর্মিল্টন সমাদ্দার গ্রেপ্তার, উজিরপুরে মিষ্টি বআমাকে উৎখাত করলে পরবর্তীতে কে আসবে, প্রশ্ন প্আইপিএল ছেড়ে দেশে ফিরতে হবে মুস্তাফিজকে!ইডেনের গ্যালারিতে বসেই ধূমপান, প্রবল সমালোচনআরো ১১৮ বুদ্ধিজীবীর তালিকা দিল মুক্তিযুদ্ধ মঢাকার বস্তির বেশিরভাগ মানুষ বরিশালেরভারতে উত্তর প্রদেশে মাদ্রাসা বন্ধের নির্দেশ সৌদি আরবে চাঁদ দেখা গেছে, মঙ্গলবার বাংলাদেশে ভারতকে হারিয়ে শিরোপা জিতলো বাংলাদেশপুরো রমজান মাস বন্ধ থাকবে প্রাথমিক-মাধ্যমিক প্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলি শুরু চলতি মাভুটানকে ৬-০ গোলে উড়িয়ে দিল মেয়েরা
%d