বরিশালে করোনা সন্দেহে ছেলেকে বাড়িতে ঢুকতে দিলেন না মা-বাবা!

  • আপডেট টাইম : এপ্রিল ১০ ২০২০, ১৭:১৯
  • 782 বার পঠিত
বরিশালে করোনা সন্দেহে ছেলেকে বাড়িতে ঢুকতে দিলেন না মা-বাবা!
সংবাদটি শেয়ার করুন....

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় করোনাভাইরাস আতঙ্কে নিজের ছেলেকে বাড়িতে ঢুকতে দিলেন না মা-বাবা। পরে শ্বশুরবাড়িতে আশ্রয় নিয়ে আলাদা ঘরে হোম কোয়েরেন্টিনে আছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার বাসুদেব বিশ্বাস (২৮) ঢাকা থেকে উপজেলার পাকুরিতা গ্রামের বাড়িতে গেলে বাবা বিমল বিশ্বাস লাঠি নিয়ে ধাওয়া করে তাকে বাড়ি থেকে বের করে দেয়। এ সময় উপস্থিত ছিলেন তার মা লক্ষিরানী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ি থেকে বের করে দেওয়ার পর উপজেলার গৈলা গ্রামে তার শ্বশুর অরুন মন্ডলের বাড়িতে আশ্রয় নিলে তাকে আলাদা ঘরে হোম কোয়েরেন্টিন করে রাখা হয়েছে।

এ বিষয়ে বাসুদেব বিশ্বাসের বাবা বিমল বিশ্বাস বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় কোনো ঝুঁকি নিতে চাই না, তাই ছেলেকে বাড়িতে ঢুকতে দেইনি। ছেলে হোক তাতে কি! সে যেই হোক চিকিৎসকের কাছ থেকে করোনা-মুক্ত সার্টিফিকেট ছাড়া বাড়িতে বসবাস করতে দেওয়া যায় না।’
তিনি বলেন, ‘শুনেছি শ্বশুরবাড়িতে হোম কোয়ারেন্টিনে রয়েছে। ১৪ দিনের হোম কোয়েরেন্টিন শেষ করুক। যদি সুস্থ থাকে তাহলে হাসি মুখে বাড়ি নিয়ে আসব।’

বাসুদেব বিশ্বাসের শ্বশুর অরুন মন্ডল বলেন, ‘গতকাল বৃহস্পতিবার আমার মেয়ে সিমা মন্ডল ও জামাতা ঢাকা থেকে আসে। মেয়ে আমার বাড়িতে আসে ও জামাতা তার বাড়িতে যায়। তারা দুজনই সুস্থ তার পরেও মেয়ে বাড়িতে আসলে তাকে আমরা আলাদা ঘরে হোম কোয়েরেন্টিনে রেখেছি। পরে জামাতাও আসলে তাকেও আলাদা ঘরে হোম কোয়েরেন্টিনে রাখা হয়েছে।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কোটার হার পরিবর্তন করতে পারবে সরকার, হাইকোর্ভোলায় কোটাবিরোধীদের পিটিয়ে হাসপাতালে পাঠাল তির-ধনুক দিয়ে বিবিসি সাংবাদিকের স্ত্রীসহ দুইবদলে যাওয়া পরীমনি১০ জনের দল নিয়ে উরুগুয়েকে হারিয়ে ফাইনালে কলমসংবাদ সম্মেলন ডেকেছে এনটিআরসিএশিক্ষার্থীরা বোধহয় সীমা অতিক্রম করে যাচ্ছেনজেলেদের চাল আত্মসাতের বিচার দাবিতে মানববন্ধবরিশালে পুলিশের বাঁধা ডিঙিয়ে মহাসড়ক অবরোধ শিপুলিশকে নিয়ে সংবাদ প্রকাশে সতর্কতার অনুরোধঢাকা-বরিশাল মহাসড়কে ২ বাসের মুখোমুখি সংঘর্ষশিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মের ছুটি কমল, শনিবাপ্রধানমন্ত্রী আগামীকাল ভারত যাচ্ছেনওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে সুপার এইট শুরু ইংল্যদক্ষিণ আফ্রিকার সঙ্গে লড়াই করে হারলো যুক্তরা
%d