বরিশালে করোনা সন্দেহে ছেলেকে বাড়িতে ঢুকতে দিলেন না মা-বাবা!

  • আপডেট টাইম : এপ্রিল ১০ ২০২০, ১৭:১৯
  • 762 বার পঠিত
বরিশালে করোনা সন্দেহে ছেলেকে বাড়িতে ঢুকতে দিলেন না মা-বাবা!
সংবাদটি শেয়ার করুন....

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় করোনাভাইরাস আতঙ্কে নিজের ছেলেকে বাড়িতে ঢুকতে দিলেন না মা-বাবা। পরে শ্বশুরবাড়িতে আশ্রয় নিয়ে আলাদা ঘরে হোম কোয়েরেন্টিনে আছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার বাসুদেব বিশ্বাস (২৮) ঢাকা থেকে উপজেলার পাকুরিতা গ্রামের বাড়িতে গেলে বাবা বিমল বিশ্বাস লাঠি নিয়ে ধাওয়া করে তাকে বাড়ি থেকে বের করে দেয়। এ সময় উপস্থিত ছিলেন তার মা লক্ষিরানী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ি থেকে বের করে দেওয়ার পর উপজেলার গৈলা গ্রামে তার শ্বশুর অরুন মন্ডলের বাড়িতে আশ্রয় নিলে তাকে আলাদা ঘরে হোম কোয়েরেন্টিন করে রাখা হয়েছে।

এ বিষয়ে বাসুদেব বিশ্বাসের বাবা বিমল বিশ্বাস বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় কোনো ঝুঁকি নিতে চাই না, তাই ছেলেকে বাড়িতে ঢুকতে দেইনি। ছেলে হোক তাতে কি! সে যেই হোক চিকিৎসকের কাছ থেকে করোনা-মুক্ত সার্টিফিকেট ছাড়া বাড়িতে বসবাস করতে দেওয়া যায় না।’
তিনি বলেন, ‘শুনেছি শ্বশুরবাড়িতে হোম কোয়ারেন্টিনে রয়েছে। ১৪ দিনের হোম কোয়েরেন্টিন শেষ করুক। যদি সুস্থ থাকে তাহলে হাসি মুখে বাড়ি নিয়ে আসব।’

বাসুদেব বিশ্বাসের শ্বশুর অরুন মন্ডল বলেন, ‘গতকাল বৃহস্পতিবার আমার মেয়ে সিমা মন্ডল ও জামাতা ঢাকা থেকে আসে। মেয়ে আমার বাড়িতে আসে ও জামাতা তার বাড়িতে যায়। তারা দুজনই সুস্থ তার পরেও মেয়ে বাড়িতে আসলে তাকে আমরা আলাদা ঘরে হোম কোয়েরেন্টিনে রেখেছি। পরে জামাতাও আসলে তাকেও আলাদা ঘরে হোম কোয়েরেন্টিনে রাখা হয়েছে।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
ছুরি-ব্লেড দিয়ে নিজেই অপারেশন করতেন মিল্টনপ্রয়োজনে শুক্রবারও ক্লাস: শিক্ষামন্ত্রীজনগণের আস্থাহীন সেনাবাহিনী রণাঙ্গণে জয়ী হতে শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কউত্তাল নথুল্লাবাদআনারস ও মটর সাইকেল প্রার্থীর সমর্থকদের সংঘর্মিল্টন সমাদ্দার গ্রেপ্তার, উজিরপুরে মিষ্টি বআমাকে উৎখাত করলে পরবর্তীতে কে আসবে, প্রশ্ন প্আইপিএল ছেড়ে দেশে ফিরতে হবে মুস্তাফিজকে!ইডেনের গ্যালারিতে বসেই ধূমপান, প্রবল সমালোচনআরো ১১৮ বুদ্ধিজীবীর তালিকা দিল মুক্তিযুদ্ধ মঢাকার বস্তির বেশিরভাগ মানুষ বরিশালেরভারতে উত্তর প্রদেশে মাদ্রাসা বন্ধের নির্দেশ সৌদি আরবে চাঁদ দেখা গেছে, মঙ্গলবার বাংলাদেশে ভারতকে হারিয়ে শিরোপা জিতলো বাংলাদেশ
%d