‌শেবা‌চিম হাসপাতা‌লে কোন মে‌শিনই বে‌শি‌দিন স্থায়ী হয় না

এবার চালুর দু‌দি‌নের ম‌ধ্যে ক‌রোনা পরীক্ষার পি‌সিআর মে‌শিন ‌নষ্ট

  • আপডেট টাইম : এপ্রিল ১১ ২০২০, ১৫:৪৫
  • 937 বার পঠিত
এবার চালুর দু‌দি‌নের ম‌ধ্যে ক‌রোনা পরীক্ষার পি‌সিআর  মে‌শিন ‌নষ্ট
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রি‌পোর্টার, ব‌রিশাল থে‌কে / কোন মে‌ডি‌কেল ইকুপ‌মেন্ট শেবা‌চিম হাসপাতা‌লে স্থায়ী হয়না । চালু হবার ক‌য়েক মা‌সের ম‌ধ্যে ব‌রিশা‌লের একমাত্র এম আর আই মে‌শিনটি নষ্ট হ‌য়ে আ‌ছে। আই‌সি ইউ ব‌ন্ধের উপক্রম। এম্বু‌লেন্স গ্যারে‌জে জং ধর‌ছে। ঠিক এ সম‌য়ে জনদা‌বির মু‌খে দ্রুত স্থা‌পিত হওয়া ক‌রোনা পরীক্ষার পি‌সিআর মে‌শিন‌টি চালুর দু‌দি‌নের ম‌ধ্যে ত্রু‌টি দেখা দি‌য়ে‌ছে। পিসিআর মেশিনের যন্ত্রাংশে ত্রুটি দেখা দেওয়ায় মারণঘাতী এই রোগ শনাক্তে সমস্যা হচ্ছে। এ‌তে আতংক ছ‌ড়ি‌য়ে প‌ড়ে‌ছে পু‌রো দ‌ক্ষিণাঞ্চলে । আধুনিক মানের এই মেশিনটি চালুর দুদিনের মাথায় বৃহস্পতিবার রাতে ত্রুটি দেখা দেওয়ায় চিকিৎসা সংশ্লিষ্ট পড়েছেন বিপাকে।
তবে মেশিনে ত্রুটি থাকলেও রোগ শনাক্তকরণে তেমন একটা সমস্যা হবে না বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের মতে- বায়ো সেফটি কেবিনেটে ত্রুটি কারণে রোগ শনাক্তকরণে ৩ শতাংশ সক্ষমতা হারিয়েছে। এমন দাবি মেডিকেল কলেজের অধ্যক্ষে অষিত ভুষণ দাসের।গত বুধবার বেলা ১২টার দিকে পানিসম্পদ প্রতিমন্ত্রীর উপস্থিতিতে শের-ই বাংলা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে করোনা পরীক্ষার আরটি-পিসিআর ল্যাবের কার্যক্রম শুরু হয়। প্রথম ২দিন শের-ই বাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ৪ জন সন্দেহভাজন রোগীর নমুনা পরীক্ষা হয়।

এরই মধ্যে বৃহস্পতিবার রাতে ল্যাবে কাজ করা সময় পিসিআর মেশিনের সহায়ক বায়ো সেফটি কেবিনেটে ত্রুটি দেখা দেয় বলে জানা গেছে।বিষয়টি স্বীকার করে শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ বাকির হোসেন জানান, ইতিমধ্যে সমস্যার কথা সংশ্লিষ্ট স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানানো হয়েছে। সদর আসনের এমপি পানিসম্পদ প্রতিমন্ত্রীকেও অবহিত করা হয়েছে। এ মুহু‌র্তে গুরুত্বপুর্ন মে‌শিন‌টিতে ত্রু‌টি দেখা দেয়ায় আতংক আর হতাসা দেখা দি‌য়ে‌ছে সবার ম‌নে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
ছুরি-ব্লেড দিয়ে নিজেই অপারেশন করতেন মিল্টনপ্রয়োজনে শুক্রবারও ক্লাস: শিক্ষামন্ত্রীজনগণের আস্থাহীন সেনাবাহিনী রণাঙ্গণে জয়ী হতে শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কউত্তাল নথুল্লাবাদআনারস ও মটর সাইকেল প্রার্থীর সমর্থকদের সংঘর্মিল্টন সমাদ্দার গ্রেপ্তার, উজিরপুরে মিষ্টি বআমাকে উৎখাত করলে পরবর্তীতে কে আসবে, প্রশ্ন প্আইপিএল ছেড়ে দেশে ফিরতে হবে মুস্তাফিজকে!ইডেনের গ্যালারিতে বসেই ধূমপান, প্রবল সমালোচনআরো ১১৮ বুদ্ধিজীবীর তালিকা দিল মুক্তিযুদ্ধ মঢাকার বস্তির বেশিরভাগ মানুষ বরিশালেরভারতে উত্তর প্রদেশে মাদ্রাসা বন্ধের নির্দেশ সৌদি আরবে চাঁদ দেখা গেছে, মঙ্গলবার বাংলাদেশে ভারতকে হারিয়ে শিরোপা জিতলো বাংলাদেশ
%d