বাউফলের বগায় ৪২ মেঃ টন সরকারী চালসহ ২জন আটক

  • আপডেট টাইম : এপ্রিল ১৫ ২০২০, ১৮:৪৯
  • 775 বার পঠিত
বাউফলের বগায় ৪২ মেঃ টন  সরকারী চালসহ ২জন আটক
সংবাদটি শেয়ার করুন....

পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলের বগার গোডাউন এলাকায় ৪২ মেট্রিক টন সরকারী চাল জব্দ করেছে থানা পুলিশ। এ সময় শাহজাহান হাওলাদার ও জয়নাল চৌকিদার নামের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে বগা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মহিবুল্লাহর নেতৃত্বে পুলিশ বগা বন্দরের খালে অভিযান চালিয়ে চালভর্তি একটি ট্্রলারসহ দুই ব্যক্তিকে আটক করেন। খবর পেয়ে বাউফল সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন ঘটনাস্থলে গিয়ে চালগুলো জব্দ করেন। ওই ট্্রলারে ৪২মেট্রিক টন সরকারী চাল ছিল। চালগুলো একটি ভাড়া করা গুদামে উত্তোলন করা হচ্ছিল। সহকারী পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন জানান, শাহজাহান হাওলাদার সরকারী ওই চাল হিজলা উপজেলা থেকে নিয়ে আসেন। শাহজাহান হাওলাদারের বাবার নাম মোতাহার হাওলাদার। বগা ইউনিয়নের বানাজোরা গ্রামে তার বাড়ি। ট্্রলার চালক জয়নাল চৌকিদারের বাড়ি মেহেন্দীগঞ্জ উপজেলার বদরপুর গ্রামে। ২৫ হাজার টাকায় ট্্রলারটি ভাড়ায় আনা হয়। ৩০ কেজির ওই চালের বস্তায় ‘শেখ হাসিনার বাংলাদেশ, খুদা হবে নিরুদ্দেশ্য”লেখা ডায়লগ এবং খাদ্য অধিদফতরের সিলযুক্ত ছিল।
আটকৃত চাল ব্যবসায়ী শাহজাহান হাওলাদার জানান, তিনি হিজলা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্যদের কাছ থেকে চালগুলো কিনে এনেছেন। তবে কোন ইউপি সদস্যদের কাছ থেকে তিনি চালগুলো কিনেছেন তাদের নাম বলতে পারেননি। বাউফল থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন,‘এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে। স্থানীয়রা জানায় প্রভাবশালীর ছত্রছায়ায় একটি চক্র দীর্ঘদিন ধরে চাল ও গম কেনা বেচা করে কালোবাজারি করে আসছে। ্রা ধরা ছোয়ার বাইরে থাকে। ’###

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আনারস ও মটর সাইকেল প্রার্থীর সমর্থকদের সংঘর্মিল্টন সমাদ্দার গ্রেপ্তার, উজিরপুরে মিষ্টি বআমাকে উৎখাত করলে পরবর্তীতে কে আসবে, প্রশ্ন প্আইপিএল ছেড়ে দেশে ফিরতে হবে মুস্তাফিজকে!ইডেনের গ্যালারিতে বসেই ধূমপান, প্রবল সমালোচনআরো ১১৮ বুদ্ধিজীবীর তালিকা দিল মুক্তিযুদ্ধ মঢাকার বস্তির বেশিরভাগ মানুষ বরিশালেরভারতে উত্তর প্রদেশে মাদ্রাসা বন্ধের নির্দেশ সৌদি আরবে চাঁদ দেখা গেছে, মঙ্গলবার বাংলাদেশে ভারতকে হারিয়ে শিরোপা জিতলো বাংলাদেশপুরো রমজান মাস বন্ধ থাকবে প্রাথমিক-মাধ্যমিক প্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলি শুরু চলতি মাভুটানকে ৬-০ গোলে উড়িয়ে দিল মেয়েরাপাকিস্তানে ইমরান খানের জেলে হামলা, আটক ৩জাতির পিতা সংবিধানে নারীদের অধিকার নিশ্চিত ক
%d