মাদক নিয়ন্ত্রন কার্যাল‌য়ে মাদক বি‌ক্রি/ এক‌যো‌গে ২৫ কর্মকর্তা কর্মচারী বদলী

  • আপডেট টাইম : এপ্রিল ১৯ ২০২০, ২২:১৫
  • 857 বার পঠিত
মাদক নিয়ন্ত্রন কার্যাল‌য়ে মাদক বি‌ক্রি/ এক‌যো‌গে ২৫ কর্মকর্তা কর্মচারী বদলী
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রি‌পোর্টার, ব‌রিশাল থে‌কে/ ব‌রিশাল মাদক নিয়ন্ত্রন অ‌ধিদপ্ত‌রে মাদক বি‌ক্রিকা‌লে ভ্রাম্যমান আদালত কতৃক মাদক আট‌কের ঘটনায় তোলপাড় চল‌ছে দেশ জু‌ড়ে। ঘটনার ২৪ ঘন্টার ম‌ধ্যে অ‌ভিযুক্ত অ‌তি‌রিক্ত প‌রিচালকসহ ২৫কর্মকর্তা‌কে এক‌যো‌গে বদলী করা হ‌য়ে‌ছে। আজ দুপু‌রে প্রথ‌মে বদলী করা হয় ব‌রিশাল মাদক নিয়ন্ত্রন অ‌ফি‌সের অ‌তি‌রিক্ত প‌রিচালক এ এ এম হা‌ফিজুর রহমান‌কে। শ‌নিবার তি‌নি অ‌ফি‌সে থাকাকালীন তার অ‌ধিনস্ত কর্মচারীরা শতা‌ধিক ক্রেতা জমা‌য়েত ক‌রে মাদক বি‌ক্রি কর‌ছিল। এবং একজন টি‌ভি চ্যা‌নে‌লের ক্যা‌মেরাপার্সন‌কে নির্মমভা‌বে প্রহার ক‌রে ক্যা‌মেরাভাংচুর ক‌রে। র্যাব পু‌লিশ সমন্ব‌য়ে একজন ম্যা‌জি‌স্ট্রেটর নেতৃ‌ত্বে যখন মোবাইল‌ টিম ঘটনাস্থল থে‌কে বিপুল প‌রিমান মদ আটক ক‌রে তখন তাকে অ‌ফিসেই পাওয়া যায়। এ কার‌ণে সর্ব প্রথম অ‌ভিযুক্ত অতি‌রিক্ত পরিচালক হা‌ফিজুর রহমান‌কে বদলী করা হয়। এর কিছুক্ষণ পরই মহাপ‌রিচাল‌কের প‌ক্ষে উপ পরিচালক মোহাম্মদ মামুন স্বাক্ষ‌রিত এক প‌ত্রে জেলার ২৪ জন কর্মকর্তা কর্মচারী‌কে এক যো‌গে বদলী করা হয়। এ‌দের ম‌ধ্যে ২জন পরিদর্শক, ৪জন উপ পরিদর্শক, ৪জন সহকারী পরিদর্শক,১ জন উপ সহকারী প‌রিদর্শক,৬জন সিপাহী, ১জন হিসাবরক্ষক, ২জন গা‌ড়ি চালক, ২জন অ‌ফিস সহকারী, ১ অ‌ফিস সহায়ক ও ১জন ওয়া‌লেস অপা‌রেটর র‌য়ে‌ছেন। বদলীকৃত‌দের আগামী ২৬ এ‌প্রি‌লের ম‌ধ্যে কা‌জে যোগ দেয়ার নি‌র্দেশ দেয়া হ‌য়ে‌ছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মিল্টন সমাদ্দার গ্রেপ্তার, উজিরপুরে মিষ্টি বআমাকে উৎখাত করলে পরবর্তীতে কে আসবে, প্রশ্ন প্আইপিএল ছেড়ে দেশে ফিরতে হবে মুস্তাফিজকে!ইডেনের গ্যালারিতে বসেই ধূমপান, প্রবল সমালোচনআরো ১১৮ বুদ্ধিজীবীর তালিকা দিল মুক্তিযুদ্ধ মঢাকার বস্তির বেশিরভাগ মানুষ বরিশালেরভারতে উত্তর প্রদেশে মাদ্রাসা বন্ধের নির্দেশ সৌদি আরবে চাঁদ দেখা গেছে, মঙ্গলবার বাংলাদেশে ভারতকে হারিয়ে শিরোপা জিতলো বাংলাদেশপুরো রমজান মাস বন্ধ থাকবে প্রাথমিক-মাধ্যমিক প্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলি শুরু চলতি মাভুটানকে ৬-০ গোলে উড়িয়ে দিল মেয়েরাপাকিস্তানে ইমরান খানের জেলে হামলা, আটক ৩জাতির পিতা সংবিধানে নারীদের অধিকার নিশ্চিত কপিরোজপুরে ত্রিমুখী সংঘর্ষে নারী-শিশুসহ নিহত
%d