বরিশাল ২৭শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৪ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ১৫ই রজব, ১৪৪২ হিজরি
অনলাইন ডেস্ক।। বরিশাল নগরীর রুপাতলীর জাগুয়া কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি, সাগরদি মাদ্রাসার সাবেক সভাপতি, রুপাতলি মোল্লা মার্কেটের সত্বাদিকারি, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ি মোঃ মাহাবুব মোল্লা করোনায় আক্রান্ত হয়ে গত ২১ এপ্রিল রাতে তাকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে মঙ্গলবার তাকে আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) নেয়া হয় সেখানেই তিনি মারাযান,ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন।
মাহাবুব আলম মোল্লার পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল বাসায় প্রচণ্ড জ্বরে আক্রান্ত হন মাহাবুব মোল্লা। গতকাল ২১ এপ্রিল তাকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষা করার পর তিনি করোনায় আক্রান্ত বলে জানান চিকিৎসকরা। পরে তার ডায়াবেটিস থাকায় অবস্থার অবনতি হয়। মঙ্গলবার থেকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের আইসিইউতে ছিলেন মাহাবুব মোল্লা তাহার সার্বিক পরিস্থিতি অবনতি হলে আজ সকালে আইসিইউতে তিনি মারা যান, মাহাবুব মোল্লার পরিবারবর্গ মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনার জন্য ও সবার কাছে দোয়া চেয়েছেন।