চকবাজার খুল‌ছে না, আতংক মহ‌সিন ও সি‌টি মা‌র্কেট নি‌য়ে

  • আপডেট টাইম : মে ১০ ২০২০, ০০:২১
  • 1017 বার পঠিত
চকবাজার খুল‌ছে না, আতংক মহ‌সিন ও সি‌টি মা‌র্কেট নি‌য়ে
সংবাদটি শেয়ার করুন....

‌শেষ পর্যন্ত চক বাজার ব্যবসায়ী স‌মি‌তি ঈ‌দের আ‌গে মা‌র্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নি‌য়ে‌ছে। তারা তা‌দের এই সিদ্ধান্ত প্রশাসন‌কে রা‌তে অব‌হিত ক‌রে‌ছে। ত‌বে সমস্যা বে‌ধে‌ছে গ‌রি‌বের মা‌র্কেট হিসা‌বে প‌রি‌চিত মহ‌সিন মা‌র্কেট ও সি‌টি মা‌র্কেট নি‌য়ে। নগরীর সব‌চে‌য়ে বড় এই দু‌টি মা‌র্কেট খোলা থাক‌লে সামা‌জিক দুরত্ব ব‌লে কিছুই অব‌শিষ্ট থাক‌বে না। আর মা‌র্কেট দু‌টির মা‌লিক স‌মি‌তির নেতৃবৃন্দ মা‌র্কেট খোলা নি‌য়ে দ্বিধা বিভক্ত হ‌য়ে প‌ড়ে‌ছেন। সর্ব‌শেষ ত‌থ্যে জানা গে‌ছে আজ মধ্যরা‌তেই তারা বি‌সি‌সি মেয়‌রের স্বরণাপন্ন হ‌বেন সিদ্ধা‌ন্তের ব্যাপা‌রে।এ‌দি‌কে শুধু চক বাজারই নয়, গীর্জা মহল্লার একাধিক মা‌র্কেট, বি‌বির পুকুরের উত্তর ও প‌শ্চিমটা‌শের একা‌ধিক শ‌পিংমল বন্ধ রাখার ব্যাপ‌া‌রে একক সিদ্ধান্ত গ্রহন ক‌রে‌ছে।শ‌নিবার রা‌তে চকবাজার ব্যবসায়ী স‌মি‌তির নেতৃবন্দ পু‌লিশ প্রশাস‌নের সাথে দেখা ক‌রে তা‌দের মা‌র্কেট না খোলার বিষয়‌টি অব‌হিত ক‌রেন। একই সা‌থে মহাানগরীরর সব মা‌র্কেট ঈ‌দের আ‌গে যেন না খো‌লে সে ব্যাপা‌রে সহ‌যো‌গিতা কামনা ক‌রেন। জানা গে‌ছে বৈঠ‌কে উপ‌স্থিত পু‌লি‌শের উর্ধতন কর্মকতারা রোববার সব মা‌র্কে‌টের ক‌মি‌টির সা‌থে আ‌লোচনা ক‌রে সিদ্ধান্ত জানা‌বেন ব‌লে আশ্বস্থ ক‌রেন।একা‌ধিক ব্যবসায়ী নেতা দা‌বি ক‌রে‌ছেন, মহ‌সিন এবং সি‌টি মা‌র্কেট দু‌টি‌তে সামা‌জিক দুরত্ব বজায় রে‌খে কেনাকাটা করা এ‌কেবা‌রেই অসম্ভব। সর্ব‌শেষ ত‌থ্যে জানা গে‌ছে তারা ব‌রিশা‌লের মা‌র্কেট বন্ধ রাখার জন্য বি‌সি‌সি মেয়র সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহর হস্ত‌ক্ষেপ কামনা ক‌রে‌ছেন। তারা মধ্যরা‌তেই তার সা‌থে ব্য়ি‌টি নি‌য়ে আ‌লোচনার প্রস্ত‌তি নি‌য়ে‌ছেন। রোববার সকালেই আস‌তে পা‌রে চুড়ান্ত যে কোন সিদ্ধান্ত। হয় মা‌র্কেট খুল‌বে, না হয় সবগু‌লো বন্ধ থাক‌বে।অথবা স্বল্পপ‌রিস‌রে কিছু দোকানপাট খোলা রাখারও সিদ্ধান্ত আস‌তে পা‌রে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আইপিএল ছেড়ে দেশে ফিরতে হবে মুস্তাফিজকে!ইডেনের গ্যালারিতে বসেই ধূমপান, প্রবল সমালোচনআরো ১১৮ বুদ্ধিজীবীর তালিকা দিল মুক্তিযুদ্ধ মঢাকার বস্তির বেশিরভাগ মানুষ বরিশালেরভারতে উত্তর প্রদেশে মাদ্রাসা বন্ধের নির্দেশ সৌদি আরবে চাঁদ দেখা গেছে, মঙ্গলবার বাংলাদেশে ভারতকে হারিয়ে শিরোপা জিতলো বাংলাদেশপুরো রমজান মাস বন্ধ থাকবে প্রাথমিক-মাধ্যমিক প্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলি শুরু চলতি মাভুটানকে ৬-০ গোলে উড়িয়ে দিল মেয়েরাপাকিস্তানে ইমরান খানের জেলে হামলা, আটক ৩জাতির পিতা সংবিধানে নারীদের অধিকার নিশ্চিত কপিরোজপুরে ত্রিমুখী সংঘর্ষে নারী-শিশুসহ নিহত মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশইতিহাস মুছে ফেলা যায় না, আজকে সেটাই প্রমাণিত:
%d