পাথরঘাটায় জে‌লে‌দের ত্রা‌নের অ‌র্ধেক চাল গেল কই

  • আপডেট টাইম : মে ১১ ২০২০, ২০:৩৮
  • 753 বার পঠিত
পাথরঘাটায় জে‌লে‌দের ত্রা‌নের অ‌র্ধেক চাল গেল কই
সংবাদটি শেয়ার করুন....

বরগুনা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘায় জেলেদের ত্রা‌নের অ‌র্ধেক চাল বিতর‌ণের অ‌ভি‌যোগ পাওয়া গে‌ছে।  ইউপি চেয়ারম্যান আকন মো. সহিদের বিরুদ্ধে নতুন কৌশলে জেলেদের চাল আত্মসাতের অভিযোগ উ‌ঠে‌ছে।

জানা যায়, ইলিশ শিকার বন্ধ থাকায় ওই ইউপির জেলেদের মাঝে বিতরণের জন্য ভিজিএফ’র আওতায় ২৫ মার্চ কালমেঘা ৬৯৫ জেলের জন্য মাসিক ৪০ কেজি করে চাল দিয়েছে সরকার।

চাল বিতরণের তালিকা ও মাস্টাররোল ঘেঁটে দেখা গেছে, ওই ইউপির ৬৯৫ জন জেলের মধ্যে ১৩ জনের নাম দুইবার করে লেখা। ওই ১৩টি নামের বিপরীতে দুই হাজার ৮০ কেজি চালের হিসাব দেখানো হয়েছে। অথচ চাল বিতরণ করা হয়েছে এক হাজার ৪০ কেজি। বাকি চাল আত্মসাৎ করেছেন চেয়ারম্যান।

ভুক্তভোগী জেলেরা বলেন, আমরা একবারই ৭০ কেজি করে চাল পেয়েছি। ১৬০ কেজি চাল আমাদের নামে তালিকায় আছে কিনা জানি না।

তবে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আকন মো. সহিদ বলেন, মাস্টাররোলে একটু ভুল আছে। চাল বিতরণে কিছুটা অনিয়ম হলেও দুর্নীতি হয়নি। বাকি চাল রাখা হয়েছে, এগুলো জেলেদের দেয়া হবে।

তদারকি কর্মকর্তা রবীন্দ্রনাথ হাওলাদার বলেন, আমার উপস্থিততে চেয়ারম্যান সবার মাঝে চাল বিতরণ করেছেন। একই ব্যক্তির নামে দুইবার চাল দেয়ার সুযোগ নেই। চেয়ারম্যান এমনটা করে থাকলে ভুল করেছেন।

পাথরঘাটার মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, জেলেদের নাম তালিকায় দুইবার দিয়ে চাল আত্মসাতের বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কউত্তাল নথুল্লাবাদআনারস ও মটর সাইকেল প্রার্থীর সমর্থকদের সংঘর্মিল্টন সমাদ্দার গ্রেপ্তার, উজিরপুরে মিষ্টি বআমাকে উৎখাত করলে পরবর্তীতে কে আসবে, প্রশ্ন প্আইপিএল ছেড়ে দেশে ফিরতে হবে মুস্তাফিজকে!ইডেনের গ্যালারিতে বসেই ধূমপান, প্রবল সমালোচনআরো ১১৮ বুদ্ধিজীবীর তালিকা দিল মুক্তিযুদ্ধ মঢাকার বস্তির বেশিরভাগ মানুষ বরিশালেরভারতে উত্তর প্রদেশে মাদ্রাসা বন্ধের নির্দেশ সৌদি আরবে চাঁদ দেখা গেছে, মঙ্গলবার বাংলাদেশে ভারতকে হারিয়ে শিরোপা জিতলো বাংলাদেশপুরো রমজান মাস বন্ধ থাকবে প্রাথমিক-মাধ্যমিক প্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলি শুরু চলতি মাভুটানকে ৬-০ গোলে উড়িয়ে দিল মেয়েরা
%d