বরগুনায় কৃষ‌কের ধান কে‌টে দিল ছাত্রলীগ

  • আপডেট টাইম : মে ১৭ ২০২০, ১৭:৩৬
  • 732 বার পঠিত
বরগুনায় কৃষ‌কের ধান কে‌টে দিল ছাত্রলীগ
সংবাদটি শেয়ার করুন....

বরগুনা প্রতিনিধি : করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতি ঠেকাতে দেশব্যাপী চলছে সাধারণ ছুটি ও লকডাউন।
রোববার (১৭ মে) সকাল থেকে সদর উপজেলার হাজারবিঘা গ্রামের কৃষকদের ধান কেটে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ধান কাটা শেষে আটি বেঁধে কৃষের বাড়িতে ধান পৌঁছে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। শ্রমিক সঙ্কট চলাকালীন ধান কেটে দেয়ায় খুশি হয় কৃষকরা। করোনা পরিস্থিতি ছাড়াও যেকোনো পরিস্থিতিতে কৃষকের পাশে থেকে সহায়তা করার আশ্বাস দেয় বরগুনা জেলা ছাত্রলীগ।
জানা যায়, করোনা ভাইরাসের মধ্যে পেকেছে কৃষকের মাঠের ধান। তবে সাধারণ ছুটি ও লকডাউনের কারনে ধান কাটার শ্রমিকের সংকট দেখা দিয়েছে বরগুনায়। এই সংকটকালে বিনা পারিশ্রমিকে কৃষকের ধান কেটে দিচ্ছেন বরগুনা জেলা ছাত্রলীগের নেতা কর্মীরা। বরগুনা সদর উপজেলার ৬ নং বুড়িরচর ইউনিয়নের ছোট লবনগোলা এলাকার প্রান্তিক কৃষক মুজিবুর রহমানের ৮০ শতাংশ জমির বোরো ধান কেটে দিয়েছে বরগুনা জেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের আদনান অনিকসহ ছাত্রলীগের নেতৃবৃন্দরা।
ছাত্রলীগ নেতারা জানান, হাজারবিঘা গ্রামের অধিকাংশ মানুষ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। এদিকে, এখন ঘূর্ণিঝড়ের পূর্বাভাস রয়েছে। করোনা পরিস্থিতির কারণে শ্রমিকের সংকট থাকায় ধান কাটতে বেশ সমস্যায় পড়েছেন কৃষকরা। তাই জেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আদনান অনিকের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা কৃষকদের ধান কেটে দেওয়ার উদ্যোগ নেন।
এ বিষয়ে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আদনান অনিক বলেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে অনেক উন্নত রাষ্ট্রে খাদ্যাভাব দেখা দিয়েছে। এই সঙ্কটকালীন মুহুর্তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ক্রমে সারা বাংলাদেশের ন্যায় বরগুনা জেলা ছাত্রলীগ প্রান্তিক কৃষকের ধান কেটে তাদের ঘরে পৌঁছে দিচ্ছে। দেশ জাতির সকল ক্রান্তিলগ্নে অতিতে যেমন বাংলাদেশ ছাত্রলীগ সাধারন মানুষের পাশে ছিলো ঠিক তেমনি এই মহামারি দুর্যোগেও সর্বদা আপ্রাণ প্রচেষ্টায় পাশে থাকবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আইপিএল ছেড়ে দেশে ফিরতে হবে মুস্তাফিজকে!ইডেনের গ্যালারিতে বসেই ধূমপান, প্রবল সমালোচনআরো ১১৮ বুদ্ধিজীবীর তালিকা দিল মুক্তিযুদ্ধ মঢাকার বস্তির বেশিরভাগ মানুষ বরিশালেরভারতে উত্তর প্রদেশে মাদ্রাসা বন্ধের নির্দেশ সৌদি আরবে চাঁদ দেখা গেছে, মঙ্গলবার বাংলাদেশে ভারতকে হারিয়ে শিরোপা জিতলো বাংলাদেশপুরো রমজান মাস বন্ধ থাকবে প্রাথমিক-মাধ্যমিক প্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলি শুরু চলতি মাভুটানকে ৬-০ গোলে উড়িয়ে দিল মেয়েরাপাকিস্তানে ইমরান খানের জেলে হামলা, আটক ৩জাতির পিতা সংবিধানে নারীদের অধিকার নিশ্চিত কপিরোজপুরে ত্রিমুখী সংঘর্ষে নারী-শিশুসহ নিহত মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশইতিহাস মুছে ফেলা যায় না, আজকে সেটাই প্রমাণিত:
%d