বরিশাল কলেজের নাম পরিবর্তন নিয়ে ২য় দিনে সংবাদ সম্মেলন ও গণ স্বাক্ষর কর্মসূচি

  • আপডেট টাইম : জুলাই ১৬ ২০২০, ১৩:২৬
  • 828 বার পঠিত
বরিশাল কলেজের নাম পরিবর্তন নিয়ে ২য় দিনে সংবাদ সম্মেলন ও গণ স্বাক্ষর কর্মসূচি
সংবাদটি শেয়ার করুন....

শামীম আহমেদ ॥ বিভাগীয় শহর বরিশালে সরকারী বরিশাল কলেজের নাম পরিবর্তন নিয়ে চলছে শান্তিপূর্ণভাবে পাল্টাপাল্টি কর্মসূচি পালিত হচ্ছে। সরকারি বরিশাল কলেজের নাম মহাত্মা অশ্বিনী কুমার দত্তের নামে নাম করনের দাবি
জানিয়ে বরিশালে সংবাদ সম্মেলন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী
বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। অপরদিকে সরকারী বরিশাল কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবীতে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সাতদিন ব্যপি গণ স্বাক্ষর কর্মসূচি আয়োজিত ২য় দিনেও নগরীর সদররোডে অব্যাহত রয়েছে।

আজ (১৬ই) জুলাই বুধবার সকাল ১১টায় নগরের অশ্বিনী কুমার টাউন হলের সামনে সংবাদ সম্মেলনের আয়োজন করে বরিশাল কলেজকে মহাত্মা অশ্বিনী কুমার দত্তের নামে নামকরন বাস্তবায়ন কমিটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহাত্মা অশ্বিনী কুমার দত্তের নামে নামকরন বাস্তবায়ন কমিটি আহবায়ক ও শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের
সভাপতি এ্যাড, মানবেন্দ্র বটব্যাল।

এসময় লিখিত কপি পাঠ করে তিনি বলেণ, মহাত্মা অশ্বিনী কুমার দত্তের নামে নামে বরিশাল কলেজের নাম করনের দাবি কয়েক যুগ ধরে বরিশালের সর্বস্তরের মানুষ আন্দোলন করে আসছে। আন্দোলনের ধারাবাহিকতায় সরকারি বরিশাল কলেজের নাম মহাত্মা অশ্বিনী কুমার দত্তের নামে করে গেজেট নোটিফিকেশন জারি হওয়া এখন সময়ের দাবি। তিনি বলেন, মহাত্মার বাসভবনে কলেজ প্রতিষ্টার পর থেকেই বরিশালে অসাম্প্রদায়িক নাগরিকগন কলেজের নামকরণ ‘মহাত্মা অশ্বিনী কুমার কলেজ ’ করার দাবি জানালেও তৎকালীন মুসলিম লীগের সাম্প্রদায়িক নেতারা সেই দাবি অগ্রহ্য করছেন। বর্তমান
জেলা প্রশাসকের নিকট একই দাবি করা হলে বিষয়টি তদন্ত করে গত ফেব্রয়ারী মাসে তিনি শিক্ষা মন্ত্রনালয়ে সুপারিশ পাঠান। ওই সুপারিশের ভিত্তিতে শিক্ষা মন্ত্রনালয় নীতিগত ভাবে ইতিবাচক পদক্ষেপ গ্রহনন করে।

তিনি আরো বলেণ, দির্ঘ দিনের দাবির পেক্ষিতে সরকারি বরিশাল কলেজের নামকরন এই
সংগ্রামি ও মহান ব্যাক্তি অশ্বিনী কুমাররের নামে করার সিধান্ত সরকারের নীতিনির্ধারক মহলের বিবেচনাধীন থাকায় আমাদের আশান্বিত করেছে।
তবে আমরা গভীর ভাবে উদ্বোগ ও শঙ্কার সাথে লক্ষ করেছি একটি কুচক্রি মহল মহাত্মা অশ্বিনী কুমার দত্তের নামে সরকারি বরিশাল কলেজের নাম করনের বিরোধীতার অপতৎপরাতায় লিপ্ত হয়েছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এই অপতৎপরতার তীব্র নিন্দা জানান। একই সাথে অবিলম্বে সরকারি বরিশাল কলেজের নামকরন মহাত্মা অশ্বিনী কুমার দত্তের নামে নামে করার প্রস্তাবনা দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা।

এসময় তিনি বলেন, আগামী রবিবার বরিশাল বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী
ও শিক্ষা মন্ত্রালয়ে স্বারকলিপি প্রদান করা হবে।
প্রয়োজনে পরবর্তিতে অন্যকোন কর্মসূচির আয়োজন করা হলে তা জানিয়ে দেয়া হবে
বলে তিনি উলে-খ করেন পরে সংবাদ সম্মেলন শেষে নেতৃবৃন্দরা বরিশালের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রী বরাবর প্রথম প্রর্যায়ে স্মারকলিপি প্রদান করে।

আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মহাত্মা অশ্বিনী কুমার দত্তের নামে নামকরন বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক কেএসএ মহিউদ্দি মানিক বীরপ্রতীক, সদস্য সচিব সাইফুর রহমান মিরন, সমন্বয়ক স্নেহাংশু কুমার বিশ্বাস, অধ্যাপিকা শাহ সাজেদা, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলা সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, আহবায়ক ইমরান হাবিব রুমন, ওয়াকার্স পার্টির জেলা সভাপতি অধ্যাপক
নজরুল হক নিলু, বাংলাদেশ ট্রেড ইউনিয়নের সাধারন সম্পাদক একে আজাদ, কমিউনিস্ট
পার্টির সাধারন সম্পাদক দুলাল মজুমদার প্রমুখ।
সংবাদ সম্মেলনে আরো বলেন, পাকিস্তান সরকারের আমলে মহাত্মা অশ্বিনী কুমার দত্তের
বাসভবনটি সরকার রিকিউজিশন করে এবং তার বাসভবনে ব্রজমোহন কলেজের কসমোপলিটান ছাত্রাবাস প্রতিষ্ঠা করা হয়। ১৯৬৬ সালে তার বাসভবনে প্রতিষ্টা করা হয় ‘ বরিশাল নৈশ মহাবিদ্যালয়’। বাংলাদেশ স্বাধিন হওয়ার পর নৈশ কলেজটিকে প্রথমে বরিশাল দিবা ও নৈশ কলেজে রুপান্তর করা হয়। পরে এটির নামকরন করা হয় ‘বরিশাল কলেজ’এরশাদ সরকারের আমলে কলেজটিকে ১৯৮৬ সনে জাতীয়করন করা হলে কলেজটির নামকরন করা হয় সরকারি বরিশাল কলেজ নামে। ১৯৯০ সালে মহাত্মার ঐতিহানিক
বাসভবনটিও ভেঙ্গে ফেলা হয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
ছুরি-ব্লেড দিয়ে নিজেই অপারেশন করতেন মিল্টনপ্রয়োজনে শুক্রবারও ক্লাস: শিক্ষামন্ত্রীজনগণের আস্থাহীন সেনাবাহিনী রণাঙ্গণে জয়ী হতে শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কউত্তাল নথুল্লাবাদআনারস ও মটর সাইকেল প্রার্থীর সমর্থকদের সংঘর্মিল্টন সমাদ্দার গ্রেপ্তার, উজিরপুরে মিষ্টি বআমাকে উৎখাত করলে পরবর্তীতে কে আসবে, প্রশ্ন প্আইপিএল ছেড়ে দেশে ফিরতে হবে মুস্তাফিজকে!ইডেনের গ্যালারিতে বসেই ধূমপান, প্রবল সমালোচনআরো ১১৮ বুদ্ধিজীবীর তালিকা দিল মুক্তিযুদ্ধ মঢাকার বস্তির বেশিরভাগ মানুষ বরিশালেরভারতে উত্তর প্রদেশে মাদ্রাসা বন্ধের নির্দেশ সৌদি আরবে চাঁদ দেখা গেছে, মঙ্গলবার বাংলাদেশে ভারতকে হারিয়ে শিরোপা জিতলো বাংলাদেশ
%d