বরিশালে শ্বাসকষ্টে মারা যাওয়া ৬ জনের দেহে মিলেছে করোনা ভাইরাসের অস্তিত্ব

  • আপডেট টাইম : জুলাই ১৭ ২০২০, ১৮:৪৮
  • 722 বার পঠিত
বরিশালে শ্বাসকষ্টে মারা যাওয়া ৬ জনের দেহে মিলেছে করোনা ভাইরাসের অস্তিত্ব
সংবাদটি শেয়ার করুন....

বরিশালে শ্বাসকষ্ট ও জ্বর আক্রান্তে মারা যাওয়া ৬ জনের শরীরে করোনাভাইরাসের অস্থিত্ব পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভিন্ন সময়ে করোনা উপসর্গ নিয়ে তাদের মৃত্যু হয়। নমুনা পরীক্ষার প্রাপ্ত ফলাফলে তারা করোনা আক্রান্ত ছিলেন, এমনটি নিশ্চিত হওয়া যায়। এছাড়া ওই সময়ে নতুন করে আরও ৮২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে আক্রান্তে সংখ্যা ৪ হাজার ৫০৭ এবং মৃত্যু বেড়ে ৯৪।
শুক্রবার দুপুরে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অফিসের একটি দায়িত্বশীল সূত্র এসব তথ্য নিশ্চিত করেন।
স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল অফিস সূত্র জানায়, সম্প্রতি উপসর্গ নিয়ে মারা যাওয়া বরিশাল নগরীর কলেজ রোড এলাকার রণপ্রিয় দাস (৬৫), আলেকান্দা এলাকার লোকমান সিকদার (৬৫), বরিশালের মুলাদী উপজেলার হোসেন মৃধা (৭০), ঝালকাঠি জেলা সদরের আইনজীবী আনিস সিকদার (৬৫), বরগুনা জেলার আমতলী উজেলার মোজাম্মেল (৮৫) ও তালতলী উজেলার আলতাফ হোসেনের (৪৮) নমুনা পরীক্ষার প্রতিবেদন পজিটিভ এসেছে। এ নিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা ৯৪ জন হলো।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, এ পর্যন্ত বরিশাল জেলায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে। এই জেলায় ২ হাজার ৪৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ ছাড়া পটুয়াখালীতে ৭৭৪ জন, ভোলায় ৪২২, পিরোজপুরে ৪৪৩, বরগুনায় ৪৪৩ এবং ঝালকাঠিতে ৩৭৬ জন রয়েছেন। বিপরিতে মোট সুস্থ হয়েছেন ২ হাজার ১৪৩ জন।
মারা যাওয়া ৯৪ জনের মধ্যে বরিশাল শহরসহ জেলায় ৩৬ জন, ঝালকাঠিতে ১২, পিরোজপুরে ৭, পটুয়াখালীতে ২৫, বরগুনায় ৯ ও ভোলায় ৫ জন আছেন।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কউত্তাল নথুল্লাবাদআনারস ও মটর সাইকেল প্রার্থীর সমর্থকদের সংঘর্মিল্টন সমাদ্দার গ্রেপ্তার, উজিরপুরে মিষ্টি বআমাকে উৎখাত করলে পরবর্তীতে কে আসবে, প্রশ্ন প্আইপিএল ছেড়ে দেশে ফিরতে হবে মুস্তাফিজকে!ইডেনের গ্যালারিতে বসেই ধূমপান, প্রবল সমালোচনআরো ১১৮ বুদ্ধিজীবীর তালিকা দিল মুক্তিযুদ্ধ মঢাকার বস্তির বেশিরভাগ মানুষ বরিশালেরভারতে উত্তর প্রদেশে মাদ্রাসা বন্ধের নির্দেশ সৌদি আরবে চাঁদ দেখা গেছে, মঙ্গলবার বাংলাদেশে ভারতকে হারিয়ে শিরোপা জিতলো বাংলাদেশপুরো রমজান মাস বন্ধ থাকবে প্রাথমিক-মাধ্যমিক প্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলি শুরু চলতি মাভুটানকে ৬-০ গোলে উড়িয়ে দিল মেয়েরা
%d