সরকারী ব‌রিশাল ক‌লে‌জের নতুন নামকরণের বিরু‌দ্ধে এবার মা‌ঠে নে‌সে‌ছে চর‌মোনাই পী‌রের দল

  • আপডেট টাইম : জুলাই ১৮ ২০২০, ১৫:১৫
  • 940 বার পঠিত
সরকারী ব‌রিশাল ক‌লে‌জের নতুন নামকরণের বিরু‌দ্ধে এবার মা‌ঠে নে‌সে‌ছে চর‌মোনাই পী‌রের দল
সংবাদটি শেয়ার করুন....

অ‌শ্বিনী কুমার দ‌ত্ত্বের না‌মে সরকারী ব‌রিশাল ক‌লে‌জের নাম কর‌ণের প্রতিবা‌দে এবার মা‌ঠে নে‌মে‌ছে চর‌মোনাই পী‌রের ইসলামী শাসনতন্ত্র আ‌ন্দোলন। তারা আজ শনিবার (১৮ই) জুলাই সকাল সাড়ে ১১ টায় নগরের প্রাণ কেন্দ্র সদররোডে এক বিশাল মানব বন্ধন ক‌রে‌ছে। এসময় বক্ত‌রা সরকারী বরিশাল কলেজের নাম প‌রিবর্ত‌নের যে কোন চক্রান্ত নস্যাৎ করার অ‌ঙ্গিকার ক‌রেন।

বরিশাল মহানগর ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মাদ রেজাউল করীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,ইসলামী আন্দোলন বরিশাল মহানগর সেক্রেটারী মাওলানা মুহাম্মাদ জাকারিয়া হামেদী।

এসময় আরো বক্তব্য রাখেন মুহাম্মাদ জাহিদুল ইসলাম,মিজানুর রহমান প্রমুখ। মানববন্ধন কর্মসূচিতে বলেন, দেশের প্রতিটি জেলায় ইতিহাস ঐতিহ্যকে বহন করার জন্য জেলার নামেই নন্দিত শিক্ষাপীঠ গড়ে উঠেছে।

ইতিমধ্যে শিক্ষা মন্ত্রালয় মাদারীপুরের সরকারী নাজিমুদ্দিন কলেজকে মাদারীপুর সরকারী কলেজ নাম করনের প্রদক্ষেপ গ্রহন করেছে।

অন্যদিকে বরিশালের একটি কুচক্র মহল বরিশাল কলেজের নাম ইতিহাসকে মুছে ফেলার চক্রান্ত ক‌রে শান্ত ব‌রিশা‌লের পরিবেশকে নষ্ট করার মিশন ষড়যন্ত্রে মেতে উঠেছে।

ইসলামী আন্দোলন ও অঙ্গ সংগঠন সরকারী বরিশাল কলেজের নাম পরিবর্তন করার মিশন বাস্তবায়িত হতে দেবে না।

একই সময় তারা সরকারী বরিশাল কলেজের অপরিবর্তিত রাখার জন্য সরকারের কাছে দাবী জানান।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কউত্তাল নথুল্লাবাদআনারস ও মটর সাইকেল প্রার্থীর সমর্থকদের সংঘর্মিল্টন সমাদ্দার গ্রেপ্তার, উজিরপুরে মিষ্টি বআমাকে উৎখাত করলে পরবর্তীতে কে আসবে, প্রশ্ন প্আইপিএল ছেড়ে দেশে ফিরতে হবে মুস্তাফিজকে!ইডেনের গ্যালারিতে বসেই ধূমপান, প্রবল সমালোচনআরো ১১৮ বুদ্ধিজীবীর তালিকা দিল মুক্তিযুদ্ধ মঢাকার বস্তির বেশিরভাগ মানুষ বরিশালেরভারতে উত্তর প্রদেশে মাদ্রাসা বন্ধের নির্দেশ সৌদি আরবে চাঁদ দেখা গেছে, মঙ্গলবার বাংলাদেশে ভারতকে হারিয়ে শিরোপা জিতলো বাংলাদেশপুরো রমজান মাস বন্ধ থাকবে প্রাথমিক-মাধ্যমিক প্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলি শুরু চলতি মাভুটানকে ৬-০ গোলে উড়িয়ে দিল মেয়েরা
%d