ঔষধখাতে মারাত্মক অনিয়ম/ ভয়াবহ স্বাস্থ্য হুমকিতে পড়তে পারে বাংলাদেশ

  • আপডেট টাইম : জুলাই ১৯ ২০২০, ২০:১৪
  • 721 বার পঠিত
ঔষধখাতে মারাত্মক অনিয়ম/ ভয়াবহ স্বাস্থ্য হুমকিতে পড়তে পারে বাংলাদেশ
সংবাদটি শেয়ার করুন....

গত বছর ১৯ শে জুলাই ২০১৯ কয়েকটি পত্রিকায় ছাপা হয়েছিল সারাদেশের ঔষধ প্রস্তুত কারক কোম্পানির ১৩৮ কোটি টাকার মেয়াদ উত্তীর্ণ ঔষধ ধ্বংসের খবরে হাইকোর্ট সন্তোষ প্রকাশ করেছে। এদিকে একই দিনে হাইকোর্ট, রিড ফার্মাসিউটিক্যালস এর ভেজাল প্যারাসিটামল সিরাপ খেয়ে ২৮ শিশুর মৃত্যুর ঘটনায় মামলা করার প্রস্তুতিতে গাফিলতি থাকায় সাময়িক বরখাস্ত হওয়া ঔষধ প্রশাসনের  দুজন পরিচালককে  চাকরিতে নিষেধাজ্ঞা দিয়েছে। এতেই কি ঔষধ প্রশাসনের দায় মুক্তি মেলে। যদিও চরম দ্বায়িত্বে অবহেলার পরও তারা বহাল তবিয়তে অফিস করে যাচ্ছেন ।

বর্তমানে ওষুধ প্রশাসনের ৫৮ টি নিম্ন মানের কোম্পানি সাসপেন্ড অবস্থায় রয়েছে। যার অধিকাংশ হাইকোর্টের মাধ্যমে রিট নিয়ে নিম্ন মানের ঔষধ উৎপাদন চালিয়ে যাচ্ছে। এইসব ঔষধ কোম্পানীগুলোর উৎপাদনের মান এতটাই খারাপ যেকোনো মুহূর্তে আরো কয়েকটি রীড ফার্মাসিটিক্যালস মতো ভয়াবহ যেকোন দুর্ঘটনা ঘটতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। বিগত কয়েক বছর আগে সাবেক ড্রাগস মহাপরিচালক এর সময় সঁাড়াশি অভিযানের মাধ্যমে সারাদেশে ওষুধ প্রশাসনের যে তৎপরতা পরিচালিত হয়েছিল তাতে বাংলাদেশের অনেক ছোট এ মাঝারি ওষুধ কোম্পানি জিএমপি গাইডলাইন মেনে ঔষধ প্রশাসনের সহযোগীতায় নতুন আধুনিকায়ন করে পরিচালিত হচ্ছে। কিন্তু কিছু নাম সর্বস্ব নিম্নমানের প্রতিষ্ঠান ঔষধ প্রশাসনকে বৃদ্ধাংগুলি দেখিয়ে নিম্নমানের ঔষধ তৈরী ও বাজারজাত করে যাচ্ছে ।যার মধ্যে কোয়ালিটি, বেলসন ,ওয়েসিস , ব্রিস্টল, ইনোভা , টু ডে ফার্মার মত অত্যন্ত নিম্নমানের ওষুধ কোম্পানিগুলোর নিম্নমানের ওষুধ অন্যতম। এই সকল কোম্পানীর অবৈধ নিম্নমানের ঔষধ ব্যবসার সাথে জড়িত রয়েছে মিটফোর্ড এর নিম্নমানের ঔষধ ও ঔষধের অবৈধ ক্যামিকেল ব্যাবসায়ী বাদশাহ ওরফে রউফ । তার মালিকানাধীন সফিন মেডিকেল হল সকল অবৈধ ঔষধের বিক্রয় কেন্দ্র  হলেও তার দোকানে কোন এক অজানা কারনে কোন অভিযান পরিচালিত হয়নি।এক্ষেত্রে ঔষধ প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ। প্রকাশ থাকে যে, বর্তমানে পটুয়াখালীর বিসিকে নতুনভাবে সারা বাংলাদেশের নিম্নমানের ঔষধ প্রস্তুতকারক এবং সরবরাহকারী  মিটফোর্ড এর বাদশাহ মিয়া ওরফে রউফ বরিশালের একটি নিম্নমানের ওষুধ কোম্পানির লাইসেন্স কিনে (সাবেক প্যারাডাইস ক্যামিকেল লি:)পটুয়াখালীতে চালু দেয়ার পায়তারা করছে। প্বরিশালের নিষিদ্ধ বাতিল কৃত প্যারাডাইস কোম্পানি যা তার মাধ্যমে নকল ও ভেজাল ঔষধ উৎপাদন ও বিক্রি করে পরিচালিত হয়েছে দীর্ঘদিন যাবত।বর্তমানে নাম পরিবর্তন করে পিরিষ্টিন ফার্মা নামে চালু দেয়ার পায়তারা করছে। বরিশালে সাম্প্রতিক সময়ে অভিযানে ধরা পরা দশ কোটি টাকার নিম্নমানের ঔষধ ও হ্যান্ডস্যানিটাইজার এর সাথেও এই রউফ ওরফে বাদশাহ জড়িত ।ওষুধ প্রশাসনসহ সারাদেশের মানুষ বিশেষ করে মিটফোর্ড এর সকল ব্যবসায়ী ক্লাস ফোর পড়া অটোর হেলপার বাদশা মিয়াকে নকল ঔষধ প্রস্তুতকারক কিংবা নকলবাজ হিসেবে চেনেন। তার নিজের আপন ভাগিনা তার এহেন অবৈধ কর্মকান্ডে অতিষ্ট হয়ে কিছুদিন আগে তার মিটফোর্ড এর দোকান থেকে চলে যায় ।মিরপুরের ইনোভা ফার্মাসিটিক্যালস যেন একটি মানুষ মারার মৃত্যুফঁাদ। প্রতিবেদক টিম ওষুধ কারখানাটি গোপনে পরিদর্শন শেষে হতবাক হয়ে যান পরিবেশ দেখে। সেখানে মানুষ নয় যেন পশুর ঔষধ তৈরি হচ্ছে। মুল মালিক মারা যাওয়ায় এই প্রতিষ্ঠানটি খুবই সীমিত আকারে চালাচ্ছেন বাদশাহ ওরফে রউফ। অথচ এসব কোম্পানির বিরুদ্ধে ওষুধ প্রশাসন নির্বিকার।বরিশালের মেডিমেট ফার্মা সিউটিক্যালস এ গোপনে রাতের আধারে নিষিদ্ধ এন্টি ব্যাকটেরিয়াল ওষুধ প্রস্তুত করার সময় হাতেনাতে ধরার পরও সেই কোম্পানির বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে ওষুধ তত্ত্বাবধায়কে সাময়িক চাকরীচ্যুত করার আদেশ দেন তৎকালীন মহাপরিচালক। অথচ ওই ঘটনায় ওই কোম্পানির বিরুদ্ধে অদ্যবধি কোনো মামলা হয়নি।এই কোম্পানীর তৈরীকৃত  নিষিদ্ধ এন্টিবায়োটিকও বিক্রি হত রউফ এর মাধ্যমে। বর্তমান ওষুধ প্রশাসনের মহাপরিচালকের কাছে ঔষধ ব্যবসায়ীরা আবেদন জানিয়েছেন যে কঠোর হস্তে অভিযান পরিচালনা করে সারাদেশে খুবই প্রশংসনীয় উদ্যোগ নেওয়া হয়েছে তযা যেন অব্যাহত থাকে। গতকাল মিটফোর্ডে যে অভিযান পরিচালনা করেছেন তা সত্যিই প্রশংসনীয়। ওষুধ প্রশাসন এর ভিতরে শুদ্ধি অভিযানও অত্যাবশ্যকীয়। ঔষধ প্রশাসন হইতে বাতিলকৃত ওষুধ কোম্পানিগুলো অসাধু কর্মকর্তাদের মাসেহারা দিয়ে যাতে কোনো প্রকার ঔষধ উৎপাদন না করিতে পারে সে ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করিলে রিড ফার্মাসিটিক্যালস এর মত ভয়াবহ ঘটনা ঘটা স্বাভাবিক কিছু নয়। বাতিলকৃত ঔষধ কোম্পানীগুলো দীর্ঘদিন যাবৎ নিম্নমানের ওষুধ প্রস্তুত করে যাচ্ছে যা জনস্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর হুমকি স্বরূপ। এসব নিম্নমানের ওষুধের কারণে মারাত্মক ক্ষতির মুখে পড়ছে আমাদের জনসাস্থ্য। বিষয়টি অতিশীঘ্র কঠোর হস্তে দমন না করলে বাংলাদেশ এক ভয়াবহ স্বাস্থ্য হুমকির মু

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আইপিএল ছেড়ে দেশে ফিরতে হবে মুস্তাফিজকে!ইডেনের গ্যালারিতে বসেই ধূমপান, প্রবল সমালোচনআরো ১১৮ বুদ্ধিজীবীর তালিকা দিল মুক্তিযুদ্ধ মঢাকার বস্তির বেশিরভাগ মানুষ বরিশালেরভারতে উত্তর প্রদেশে মাদ্রাসা বন্ধের নির্দেশ সৌদি আরবে চাঁদ দেখা গেছে, মঙ্গলবার বাংলাদেশে ভারতকে হারিয়ে শিরোপা জিতলো বাংলাদেশপুরো রমজান মাস বন্ধ থাকবে প্রাথমিক-মাধ্যমিক প্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলি শুরু চলতি মাভুটানকে ৬-০ গোলে উড়িয়ে দিল মেয়েরাপাকিস্তানে ইমরান খানের জেলে হামলা, আটক ৩জাতির পিতা সংবিধানে নারীদের অধিকার নিশ্চিত কপিরোজপুরে ত্রিমুখী সংঘর্ষে নারী-শিশুসহ নিহত মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশইতিহাস মুছে ফেলা যায় না, আজকে সেটাই প্রমাণিত:
%d