কষ্ট আর বৈষ‌ম্যের কথা বল‌তে বল‌তে ম‌ঞ্চেই ঢলে পড়‌লেন অ‌ফিস সহকারী শহীদ ফোরকান

  • আপডেট টাইম : আগস্ট ১২ ২০২০, ১৪:৩৭
  • 1302 বার পঠিত
কষ্ট আর বৈষ‌ম্যের কথা বল‌তে বল‌তে ম‌ঞ্চেই  ঢলে পড়‌লেন অ‌ফিস সহকারী শহীদ ফোরকান
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রি‌পোর্টার / ‌পেশাগত বৈষম্য আর ম‌নে জ‌মে থাকা অব্যক্ত ক‌স্টের কথা বল‌তে বল‌তে ম‌ঞ্চেই মৃতু্যর কো‌লে ঢ‌লে পর‌লে বেসরকারী শিক্ষা প্র‌তিষ্ঠা‌নের তৃতীয় শ্রেনীর কর্মচারী শহীদ ফোরকান । তি‌নি খাগড়াছড়ি সদর উপজেলার খাগড়াছড়ি ইসলামিয়া আলিম মাদ্রাসার অফিস সহকারী । তার মৃতু্য‌তে সারা দে‌শের অ‌ফিস সহকারী‌দের মা‌ঝে শো‌কের ছায়া নে‌মে এ‌সে‌ছে।
আজ ১২ আগষ্ট চট্টগ্রা‌মের খাগড়াছ‌ড়ি‌তে বাংলা‌দেশ বেসরকারী শিক্ষা প্র‌তিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী‌দের স‌ম্মেলন ছিল। সামা‌জিক দুরত্ব বজায় রে‌খে শতা‌ধিক কর্মচারী ও আম‌ন্ত্রিত অ‌তি‌থি উপ‌স্থিত ছি‌লেন। সভায় তৃতীয় শ্রেণীর কর্মচারী‌দের ক‌ষ্টের আর বৈষ‌ম্যের কথা তু‌লে ধ‌রে বক্তব্য দি‌তে থা‌কেন শহীদ ফোরকান। এক পর্যা‌য়ে তি‌নি কান্নায় ভে‌ঙ্গে প‌ড়েন। এসময় তি‌নি হৃদ‌রো‌গে আক্রান্ত হ‌য়ে ম‌ঞ্চেই ঢ‌লে প‌ড়েন। দ্রুত চি‌কিৎস‌কের কা‌ছে নেয়া হ‌লে তা‌কে মৃত ঘোষণা করা হয়। এরপর স‌ম্মেলন স্থ‌গিত হ‌য়ে যায়। কর্মচারীরা শ‌হিদ ফোরকা‌নের মৃত‌দেহ জ‌ড়ি‌য়ে আহজা‌রি কর‌তে থা‌কেন।
এখবর ছ‌ড়ি‌য়ে পড়‌লে সারা দে‌শের অ‌ফিস সহকারী‌দের ম‌ধ্যে শো‌কের ছায়া নে‌মে আসে। তার পরিবার‌কে সহায়তা কর‌তে তাৎক্ষ‌নিক ভা‌বে বি‌ভিন্ন জেলা থে‌কে কর্মচারীরা সহায়তা পাটাচ্ছেন ব‌লে জানা গে‌ছে। সহায়তার বিক্যাশ নম্বরবিকাশ 01644246530।এ‌দি‌কে শহীদ ফোরকা‌নের মৃতু্্য‌তে গভীর শোক জা‌নি‌য়ে‌ছেন বাংলা‌দেশ বেসরকারী শিক্ষা প্র‌তিষ্ঠা‌নের সভাপ‌তি র‌ফিকুল ইসলাম মন্টু, সহ সভাপ‌তি জিয়া শাহীন, সাধারণ সম্পাদক হা‌বিবুর রহমানসহ সকল নেতৃবৃন্দ।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
ছুরি-ব্লেড দিয়ে নিজেই অপারেশন করতেন মিল্টনপ্রয়োজনে শুক্রবারও ক্লাস: শিক্ষামন্ত্রীজনগণের আস্থাহীন সেনাবাহিনী রণাঙ্গণে জয়ী হতে শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কউত্তাল নথুল্লাবাদআনারস ও মটর সাইকেল প্রার্থীর সমর্থকদের সংঘর্মিল্টন সমাদ্দার গ্রেপ্তার, উজিরপুরে মিষ্টি বআমাকে উৎখাত করলে পরবর্তীতে কে আসবে, প্রশ্ন প্আইপিএল ছেড়ে দেশে ফিরতে হবে মুস্তাফিজকে!ইডেনের গ্যালারিতে বসেই ধূমপান, প্রবল সমালোচনআরো ১১৮ বুদ্ধিজীবীর তালিকা দিল মুক্তিযুদ্ধ মঢাকার বস্তির বেশিরভাগ মানুষ বরিশালেরভারতে উত্তর প্রদেশে মাদ্রাসা বন্ধের নির্দেশ সৌদি আরবে চাঁদ দেখা গেছে, মঙ্গলবার বাংলাদেশে ভারতকে হারিয়ে শিরোপা জিতলো বাংলাদেশ
%d