বরিশাল নগরে ডিবি পুলিশের ব্লক রেইড

  • আপডেট টাইম : আগস্ট ১২ ২০২০, ২১:৪৪
  • 700 বার পঠিত
বরিশাল নগরে ডিবি পুলিশের ব্লক রেইড
সংবাদটি শেয়ার করুন....

শামীম আহমেদ ॥ বরিশাল মেট্রোপলিন এলাকায় ব্লক রেইডের মাধ্যমে মাদক বিরোধী অভিযান শুরু করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (১২ আগস্ট) দুপুরে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা ১২ মাদক কারবারির তালিকা নিয়ে একযোগে অভিযান পরিচালনা করেন বরিশাল নগরের রসুলপুর কলোনীতে।

ওই অভিযানে যদিও কাউকে আটক কিংবা কোন ধরণের মাদকদ্রব্য উদ্ধার করা সম্ভব হয়নি। তবে অভিযান শেষে কলোনীবাসির সাথে খোলামেলা কথা বলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (ডিবি) মোঃ মঞ্জুর রহমানসহ উর্ধতন কর্মকর্তারা। এসময় পুলিশের ওপর জনগনকে আস্তা রাখার পাশাপাশি মাদক নির্মূলে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে কলোনীবাসীর সাথে
আলোচনা করেন তারা। এসময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (ডিবি)
মোঃ মঞ্জুর রহমান কলোনীকে মাদকমুক্ত রাখার জন্য বাসিন্দাদের প্রতি আহবান জানান।
কলোনীবাসীও পুলিশকে সহায়তা করার বিষয়ে আশ্বস্ত করেন।

অভিযান শেষে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (ডিবি) মোঃ মঞ্জুর রহমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আজ আমরা মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে যারা তালিকাভূক্ত মাদক
ব্যবসায়ী রয়েছে তাদের বাসায় ব-ক রেইডের মাধ্যমে অভিযান পরিচালনা করেছি। রসুলপুরের এই বস্তি থেকে মাদক নির্মূল করতে চাই, এ কাজের জন্য বস্তিবাসীর সহযোগীতাও চেয়েছি। আজ তাদের সাথে কথা বলেছি, তারা যেন আমাদের
সহযোগীতা করেন। তারাও বলেছেন যে আমাদের সহযোগীতা করবেন। তিনি বলেন, বরিশাল নগরের সকল স্পটসহ বিভিন্ন বস্তিতেই এই মাদক বিরোধী কার্যক্রম পরিচালনা করবো। প্রত্যেক স্পটের মাদক ব্যবসায়ীদের তালিকা করছি। এই স্পটে ১২ জনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। বাকী স্পটগুলোতেও তালিকা অনুযায়ী একযোগে ব-ক
রেইডের মাধ্যমে মাদক বিরোধী অভিযান চালানো হবে। তিনি বলেন, ইনফর্মারের বিরুদ্ধেও অভিযোগ আসে। সে ক্ষেত্রে জনগণ যদি সহযোগীতা করে ইনফর্মারদের বিরুদ্ধে থাকা সেই অভিযোগগুলো থেকে আমরা বের হয়ে আসতে পারবো। কারণ জনগণ সহযোগীতা করলে সমাজ থেকে মাদক নির্মূল সম্ভব। তিনি বলেন, কেউ যদি চায় স্ব-ইচ্ছায়
আত্মসমর্পন করতে তাহলে সে সুযোগ রয়েছে। পেশা পরিবর্তন করতে চাইলে ভালো পেশায় পুনর্বাসিত করার ব্যবস্থাও প্রয়োজনে করা হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
ছুরি-ব্লেড দিয়ে নিজেই অপারেশন করতেন মিল্টনপ্রয়োজনে শুক্রবারও ক্লাস: শিক্ষামন্ত্রীজনগণের আস্থাহীন সেনাবাহিনী রণাঙ্গণে জয়ী হতে শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কউত্তাল নথুল্লাবাদআনারস ও মটর সাইকেল প্রার্থীর সমর্থকদের সংঘর্মিল্টন সমাদ্দার গ্রেপ্তার, উজিরপুরে মিষ্টি বআমাকে উৎখাত করলে পরবর্তীতে কে আসবে, প্রশ্ন প্আইপিএল ছেড়ে দেশে ফিরতে হবে মুস্তাফিজকে!ইডেনের গ্যালারিতে বসেই ধূমপান, প্রবল সমালোচনআরো ১১৮ বুদ্ধিজীবীর তালিকা দিল মুক্তিযুদ্ধ মঢাকার বস্তির বেশিরভাগ মানুষ বরিশালেরভারতে উত্তর প্রদেশে মাদ্রাসা বন্ধের নির্দেশ সৌদি আরবে চাঁদ দেখা গেছে, মঙ্গলবার বাংলাদেশে ভারতকে হারিয়ে শিরোপা জিতলো বাংলাদেশ
%d