‌ভোলা প্রেসক্লাব শিক্ষা প্র‌তিষ্ঠান কর্মচারী‌দের মিলন মেলায় প‌রিনত

  • আপডেট টাইম : আগস্ট ২৮ ২০২০, ০৬:০৪
  • 855 বার পঠিত
‌ভোলা প্রেসক্লাব শিক্ষা প্র‌তিষ্ঠান কর্মচারী‌দের মিলন মেলায় প‌রিনত
সংবাদটি শেয়ার করুন....

ভোলা প্রেসক্লাব গতকাল বেসরকারী শিক্ষা প্র‌তিষ্ঠা‌নের তৃতীয় শ্রেণী কর্মচারী‌দের মিলন মেলায় প‌রিনত হয়। চাকরি জাতীয়করণ ও বেতন বৈষম্য নিরসনসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে ভোলায় বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের সম্মেলনে ভোলার বি‌ভিন্ন স্থান থে‌কে বিপুল সংখ্যক কর্মচারী অংশ নেয়।

শুক্রবার সকালে ভোলা প্রেসক্লাবের হলরুমে সংগঠনের জেলা সভাপতি আমির হোসেনের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাজিউর রহমান কলেজের অধ্যক্ষ মাকসুদুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপ‌তি জিয়া শাহীন, সাধারণ সম্পাদক আদনান হা‌বিব, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইছা, ভোলা শিক্ষক স‌মি‌তির নেতা মোঃ মোবা‌স্বর হো‌সেন নাঈম, কেন্দ্রীয় নেতা কামরুল ইসলাম, রা‌কিব হো‌সেন, শার‌মিন আক্তার সহ স্থানীয় নেতৃবৃন্দ। সভায় প্রধান আ‌লোচক জিয়া শাহীন শিক্ষা প্র‌তিষ্ঠান জাতীয়করণ না হবার জন্য শিক্ষক স‌মি‌তির নেতৃবৃ‌ন্দের তীব্র সমা‌লোচনা ক‌রে ব‌লেন, শিক্ষক স‌মি‌তিগু‌লো একদফায় না আসা পর্যন্ত তা‌দের সা‌থে কোন ঐক্য নয়। তি‌নি সকল তৃতীয়‌শ্রেণী কর্মচারী‌দের ক‌ম্পিউটার প্র‌শিক্ষ‌ণের দা‌বি জানান। সাধারণ সম্পাদক আদনান হা‌বিব তার বক্ত‌ব্যে অন‌তি‌বিল‌ম্বে তৃতীয় শ্রেণীর কর্মচারী‌দের ম্যা‌নে‌জিং ক‌মি‌টি‌তে অন্তভূ‌ক্ত এবং পদবী প‌রিবর্তন ক‌রে প্রশাস‌নিক কর্মকর্তা করার আহবান জানান। প্রধান অ‌তি‌থি তার বক্ত‌ব্যে তৃতীয় শ্রেণী কর্মচারী‌দের শিক্ষা প্র‌তিষ্ঠা‌নের প্রান উ‌ল্লেখ ক‌রে তা‌দের দা‌বি মে‌নে নেয়ার জন্য সরকা‌রের প্র‌তি দা‌বি জানান।

সভার শেষ ল‌গ্নে কর্মচারী‌দের মতাম‌তের ভি‌ত্তি‌তে
মোঃ আ‌মির হো‌সেন‌কে সভাপ‌তি, জা‌কির হো‌সেনকে সম্পাদক এবং মোঃ শাহাজাদা, সাংগঠনিক সম্পাদক ক‌রে ৫১ সদস্য বি‌শিষ্ট ক‌মি‌টি গঠন করা হয়

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আইপিএল ছেড়ে দেশে ফিরতে হবে মুস্তাফিজকে!ইডেনের গ্যালারিতে বসেই ধূমপান, প্রবল সমালোচনআরো ১১৮ বুদ্ধিজীবীর তালিকা দিল মুক্তিযুদ্ধ মঢাকার বস্তির বেশিরভাগ মানুষ বরিশালেরভারতে উত্তর প্রদেশে মাদ্রাসা বন্ধের নির্দেশ সৌদি আরবে চাঁদ দেখা গেছে, মঙ্গলবার বাংলাদেশে ভারতকে হারিয়ে শিরোপা জিতলো বাংলাদেশপুরো রমজান মাস বন্ধ থাকবে প্রাথমিক-মাধ্যমিক প্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলি শুরু চলতি মাভুটানকে ৬-০ গোলে উড়িয়ে দিল মেয়েরাপাকিস্তানে ইমরান খানের জেলে হামলা, আটক ৩জাতির পিতা সংবিধানে নারীদের অধিকার নিশ্চিত কপিরোজপুরে ত্রিমুখী সংঘর্ষে নারী-শিশুসহ নিহত মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশইতিহাস মুছে ফেলা যায় না, আজকে সেটাই প্রমাণিত:
%d