গৌরনদীতে পাঁচটি ককটেল উদ্ধার ॥ নিস্ত্রিয় কলল সেনাবাহিনী

  • আপডেট টাইম : আগস্ট ২৯ ২০২০, ০৭:১৮
  • 720 বার পঠিত
গৌরনদীতে পাঁচটি ককটেল উদ্ধার ॥ নিস্ত্রিয় কলল সেনাবাহিনী
সংবাদটি শেয়ার করুন....

গৌরনদীতে পাঁচটি ককটেল উদ্ধার ॥ নিস্ত্রিয় কলল সেনাবাহিনী

বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামে মাটির নিচ থেকে উদ্ধার হওয়া পাঁচটি ককটেল নিষ্ক্রিয় করেছে সেনবাহিনীর বোমা বিশেষজ্ঞ দল।শনিবার (২৯ আগস্ট) বিকেল ৩টার দিকে পটুয়াখালীর শেখ হাসিনা সেনানিবাসের ২২ প্রকৌশল বিভাগের বোমা নিষ্ক্রিয় বিশেষজ্ঞ দল খাঞ্জাপুর গ্রামের সোবাহান মৃধার বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার হওয়া ককটেলগুলো নিষ্ক্রিয় করে।
ককটেলগুলো নিষ্ক্রিয় করার পর স্থানীয়রা জানিয়েছেন, গত দুইদিন উৎকণ্ঠা আর আতঙ্কে কেটেছে তাদের। তারা শুনেছিলেন সোবাহান মৃধার বাড়িতে মাটির নিচে বোমা পুঁতে রাখা হয়েছে। তবে সেখানে বোমা পাওয়া যায়নি। পাঁচটি ককটেল পাওয়া গেছে। সেগুলো নিষ্ক্রিয় করায় তাদের মধ্যে স্বস্তি ফিরে আসে।
গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আ. রব হাওলাদার বলেন, সোবাহান মৃধার বাড়ির বাথরুম সংলগ্ন মাটির নিচে বোমা পুঁতে রাখা হয়েছে- এমন তথ্য পেয়ে বৃহস্পতিবার বিকেল থেকে ওই এলাকা ঘিরে রাখা হয়। সেনাবাহিনীর ২২ প্রকৌশল বিভাগের বোমা নিষ্ক্রিয় বিশেষজ্ঞ দলের ক্যাপ্টেন শাকিল আহমেদের নেতৃত্বে শনিবার দুপুরে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়। সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল সেগুলো নিষ্ক্রিয় করে শনিবার বিকেলে অভিযান শেষ করে।
অতিরিক্ত পুলিশ সুপার আ. রব হাওলাদার আরও বলেন, ধারণা করা হচ্ছে সামাজিক বা কোন্দল থেকে প্রতিপক্ষকে ফাঁসাতে এ ধরনের কাজ করা হয়েছে। ককটেল উদ্ধারের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। যারাই এ কাজ করেছেন তাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মিল্টন সমাদ্দার গ্রেপ্তার, উজিরপুরে মিষ্টি বআমাকে উৎখাত করলে পরবর্তীতে কে আসবে, প্রশ্ন প্আইপিএল ছেড়ে দেশে ফিরতে হবে মুস্তাফিজকে!ইডেনের গ্যালারিতে বসেই ধূমপান, প্রবল সমালোচনআরো ১১৮ বুদ্ধিজীবীর তালিকা দিল মুক্তিযুদ্ধ মঢাকার বস্তির বেশিরভাগ মানুষ বরিশালেরভারতে উত্তর প্রদেশে মাদ্রাসা বন্ধের নির্দেশ সৌদি আরবে চাঁদ দেখা গেছে, মঙ্গলবার বাংলাদেশে ভারতকে হারিয়ে শিরোপা জিতলো বাংলাদেশপুরো রমজান মাস বন্ধ থাকবে প্রাথমিক-মাধ্যমিক প্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলি শুরু চলতি মাভুটানকে ৬-০ গোলে উড়িয়ে দিল মেয়েরাপাকিস্তানে ইমরান খানের জেলে হামলা, আটক ৩জাতির পিতা সংবিধানে নারীদের অধিকার নিশ্চিত কপিরোজপুরে ত্রিমুখী সংঘর্ষে নারী-শিশুসহ নিহত
%d