গলাচিপায় ধান কাটা নিয়ে সংঘর্ষে আহত এক কৃষকের মৃত্যু

  • আপডেট টাইম : অক্টোবর ২২ ২০২০, ২৩:৪৯
  • 672 বার পঠিত
গলাচিপায় ধান কাটা নিয়ে সংঘর্ষে আহত এক কৃষকের মৃত্যু
সংবাদটি শেয়ার করুন....

মো. নাসির উদ্দিন হাওলাদার, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
গলাচিপায় ধান কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত এক কৃষক মারা গেছেন। বৃহস্পতিবার ভোর ৪টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গলাচিপা উপজেলার চর ওহাবের কাসেম মৃধা(৪৫) মারা যান। গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চর ওহাব গ্রামে বুধবার আধা পাকা ধান কাটতে যায় ভোলা জেলার চর ফ্যাশন উপজেলার মুজিব নগর ইউনিয়নের আলমগীর ডাক্তার ও রব মাঝির নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শতাধিক লাঠিয়াল। এসময় গলাচিপা উপজেলার চর ওহাবের কৃষক কাসেম মৃধা নিজের ফলানো ফসল রক্ষায় বাঁধা দিলে দুই পক্ষের সংঘর্ষে ১৫/১৬ জন অহত হয়েছে। গলাচিপা উপজেলার কাসেম মৃধা (৪৫), সবুজ মৃধা (২১), বাবুল হাওলাদার (৪২), সোলেমান মৃধা (২৮) সহ ১০/১২ জন এবং চর ফ্যাশনের ৫/৬ জন আহত হয়। গুরুতর আহত ৪ জনকে গলচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য তিন জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শেবাচিমে গেলে আশংকাজনক অবস্থায় কাসেম মৃধা ও বাবুল হাওলাদারকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। গলাচিপা উপচেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন বলেন, পূর্ব চরবিশ্বাস মৌজার চর ওহাবে প্রায় পৌনে পঁাচশ একর জমি বিভিন্ন কৃষকের রেকর্ডীয় যা গলাচিপা থানার সীমানার মধ্যে রয়েছে। কিন্তু চর ফাশন উপজেলা মুজিবনগর ইউনিয়নের সংঘবদ্ধ একটি ভূমিদস্যু চক্র গায়ের জোরে প্রতিবছর জমির ফসল লুট করে নিয়ে যায়। গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, চর বিশ্বাসে ধান কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত কাসেম মৃধা নামের এক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আইপিএল ছেড়ে দেশে ফিরতে হবে মুস্তাফিজকে!ইডেনের গ্যালারিতে বসেই ধূমপান, প্রবল সমালোচনআরো ১১৮ বুদ্ধিজীবীর তালিকা দিল মুক্তিযুদ্ধ মঢাকার বস্তির বেশিরভাগ মানুষ বরিশালেরভারতে উত্তর প্রদেশে মাদ্রাসা বন্ধের নির্দেশ সৌদি আরবে চাঁদ দেখা গেছে, মঙ্গলবার বাংলাদেশে ভারতকে হারিয়ে শিরোপা জিতলো বাংলাদেশপুরো রমজান মাস বন্ধ থাকবে প্রাথমিক-মাধ্যমিক প্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলি শুরু চলতি মাভুটানকে ৬-০ গোলে উড়িয়ে দিল মেয়েরাপাকিস্তানে ইমরান খানের জেলে হামলা, আটক ৩জাতির পিতা সংবিধানে নারীদের অধিকার নিশ্চিত কপিরোজপুরে ত্রিমুখী সংঘর্ষে নারী-শিশুসহ নিহত মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশইতিহাস মুছে ফেলা যায় না, আজকে সেটাই প্রমাণিত:
%d