রাঙ্গাবালীতে স্পিডবোট ডুবে নিখোঁজ ৫ যাত্রীর সন্ধান মেলেনি

  • আপডেট টাইম : অক্টোবর ২৩ ২০২০, ০৬:৩৭
  • 742 বার পঠিত
রাঙ্গাবালীতে স্পিডবোট ডুবে নিখোঁজ ৫ যাত্রীর সন্ধান মেলেনি
সংবাদটি শেয়ার করুন....

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার কোড়ালিয়া- পানপট্টি নৌরুটের আগুনমুখা নদীতে স্পিডবোট ডুবির ঘটনায় নিখোঁজের প্রায় ২৩ ঘণ্টা হয়ে গেলেও পাঁচ যাত্রীর সন্ধান এখনও পাওয়া যায়নি। বৃহস্পতিবার মধ্যরাতের পর শুক্রবার সকাল থেকে উদ্ধার অভিযান চালাচ্ছে কোস্ট গার্ড ও পুলিশ।
স্পিডবোট দুর্ঘটনায় নিখোঁজরা হলেন- রাঙ্গাবালী থানার পুলিশ সদস্য মহিব্বুল্লাহ (৪৫), কৃষি ব্যাংক রাঙ্গাবালীর বাহেরচর শাখার পরিদর্শক মোস্তাফিজুর রহমান (৩৫), এনজিও আশার রাঙ্গাবালীর খালগোড়া শাখার ঋণ অফিসার হুমায়ুন কবির (৩০), গলাচিপার আমখোলা এলাকার হাসান (৩৫) ও বাউফলের কনকদিয়ার ইমরান (৩৪)। এখনও তাদের কোনো সন্ধান না পাওয়ায় স্বজনদের মধ্যে উৎকণ্ঠা বাড়ছেই।
উল্লেখ, রাঙ্গাবালী উপজেলার কোড়ালিয়া থেকে পানপট্টির উদ্দেশে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী স্পিডবোট ডুবির ঘটনা ঘটে। এতে চালকসহ ১৩ যাত্রী জীবিত উদ্ধার হলেও পাঁচজন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার বিকালে উপজেলার আগুনমুখা নদীতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার কোড়ালিয়া লঞ্চঘাট থেকে ১৭ জন যাত্রীসহ আহম্মেদ এন্টারপ্রাইজের মালিকানাধীন একটি স্পিডবোট গলাচিপার পানপট্টির উদ্দেশে ছেড়ে যায়। পথিমধ্যে আগুনমুখা নদীর মাঝখানে ঢেউয়ের তোড়ে তলা ফেটে ১৭ যাত্রী এবং একজন চালকসহ স্পিডবোটটি তলিয়ে যায়।
পরে দেড় ঘণ্টা পর উদ্ধার অভিযান চালিয়ে চালকসহ ১৩ জন যাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয়। পাঁচজন এখনও নিখোঁজ রয়েছে।
উদ্ধার হওয়া যাত্রীরা জানান, তাদের লাইফ জ্যাকেট দেওয়া হয়নি। নদী উত্তাল দেখে ঘাটে ফিরে আসতে বললেও সেই কথা শোনেনি চালক।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান ও রাঙ্গাবালী থানার ওসি আলী আহম্মেদ বলেন, উদ্ধার অভিযান চলছে। তবে বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কাজ কিছুটা ব্যাহত হচ্ছে বলে জানান তারা।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আইপিএল ছেড়ে দেশে ফিরতে হবে মুস্তাফিজকে!ইডেনের গ্যালারিতে বসেই ধূমপান, প্রবল সমালোচনআরো ১১৮ বুদ্ধিজীবীর তালিকা দিল মুক্তিযুদ্ধ মঢাকার বস্তির বেশিরভাগ মানুষ বরিশালেরভারতে উত্তর প্রদেশে মাদ্রাসা বন্ধের নির্দেশ সৌদি আরবে চাঁদ দেখা গেছে, মঙ্গলবার বাংলাদেশে ভারতকে হারিয়ে শিরোপা জিতলো বাংলাদেশপুরো রমজান মাস বন্ধ থাকবে প্রাথমিক-মাধ্যমিক প্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলি শুরু চলতি মাভুটানকে ৬-০ গোলে উড়িয়ে দিল মেয়েরাপাকিস্তানে ইমরান খানের জেলে হামলা, আটক ৩জাতির পিতা সংবিধানে নারীদের অধিকার নিশ্চিত কপিরোজপুরে ত্রিমুখী সংঘর্ষে নারী-শিশুসহ নিহত মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশইতিহাস মুছে ফেলা যায় না, আজকে সেটাই প্রমাণিত:
%d