৭২ ঘন্টা পর শেবা‌চিম হাসপাতা‌লের ইন্টান চি‌কিৎসকদের ধর্মঘট প্রত‌্যাহার

  • আপডেট টাইম : নভেম্বর ০৩ ২০২০, ০৩:০৬
  • 890 বার পঠিত
৭২ ঘন্টা পর শেবা‌চিম হাসপাতা‌লের ইন্টান চি‌কিৎসকদের ধর্মঘট প্রত‌্যাহার
সংবাদটি শেয়ার করুন....

৭২ ঘন্টা পর কর্মবির‌তি প্রত‌্যাহার ক‌রে‌ নিল শেবা‌চিম হাসপাতা‌লের ইন্টান চি‌কিৎসকরা। মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১টার দিকে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি সজল পা‌ন্ডে এবং সাধারণ সম্পাদক ত‌রিকুল ইসলাস সাংবাদিকদের এ তথ্য জা‌নি‌য়ে‌ছেন। ঘোষণা দেয়ার পরপরই কাজে যোগ দেওয়ার কথা জানান তারা। ৩১ অ‌ক্টোবর দুপু‌রে তারা কর্মবির‌তি শুরু ক‌রে।

এর আগে সকালে হাসপাতালের পরিচালকের কার্যাল‌য়ে পরিচালক ও জ্যেষ্ঠ চি‌কিৎসকরা কর্মবিরতিতে থাকা ইন্টার্ন চিকিৎসক ও সাধারণ সম্পাদক এবং প্রতিপক্ষ মেডিসিন ইউনিট-৪-এর সহকারী রে‌জিস্ট্রার ডা. মাসুদ খানের মধ্যে আলোচনা হয়। এই আলোচনা ফলপ্রসূ হওয়ায় ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহারে সিদ্ধান্ত জানান।

এর আগে গত ২১ অক্টোবর মে‌ডি‌সিন ইউনিট-৪-এর সহকারী রে‌জিস্ট্রার ডা. মাসুদ ইন্টার্ন চিকিৎসকদের সভাপতি ও সাধারণ সম্পাদক কর্তৃক হামলার অভিযোগ তু‌লে হাসপাতালের পরিচালক বরাবর লিখিত অভিযোগ ক‌রেন। পর‌দিন ২২ অক্টোবর ডা. মাসুদ খা‌নের বিরুদ্ধে কমিশন বাণিজ্যের পাল্টা লিখিত অভিযোগ ক‌রেন ইন্টার্ন চিকিৎসকরা।

৩০ অক্টোবর ডা. মাসুদ বাদী হ‌য়ে থানায় মামলা কর‌লে ৩১ অক্টোবর দুপুর ২টা থে‌কে কর্মবিরতি শুরু ক‌রেন ইন্টার্ন চিকিৎসকরা।

তবে এ বিষ‌য়ে  মঙ্গলবার গণমাধ্য‌মে কথা বল‌তে রাজি হন‌নি হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
ছুরি-ব্লেড দিয়ে নিজেই অপারেশন করতেন মিল্টনপ্রয়োজনে শুক্রবারও ক্লাস: শিক্ষামন্ত্রীজনগণের আস্থাহীন সেনাবাহিনী রণাঙ্গণে জয়ী হতে শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কউত্তাল নথুল্লাবাদআনারস ও মটর সাইকেল প্রার্থীর সমর্থকদের সংঘর্মিল্টন সমাদ্দার গ্রেপ্তার, উজিরপুরে মিষ্টি বআমাকে উৎখাত করলে পরবর্তীতে কে আসবে, প্রশ্ন প্আইপিএল ছেড়ে দেশে ফিরতে হবে মুস্তাফিজকে!ইডেনের গ্যালারিতে বসেই ধূমপান, প্রবল সমালোচনআরো ১১৮ বুদ্ধিজীবীর তালিকা দিল মুক্তিযুদ্ধ মঢাকার বস্তির বেশিরভাগ মানুষ বরিশালেরভারতে উত্তর প্রদেশে মাদ্রাসা বন্ধের নির্দেশ সৌদি আরবে চাঁদ দেখা গেছে, মঙ্গলবার বাংলাদেশে ভারতকে হারিয়ে শিরোপা জিতলো বাংলাদেশ
%d