ব‌রিশাল ফরচু‌নে তা‌মিম, ইফাফ, তাস‌কিন, শুক্কুর

  • আপডেট টাইম : নভেম্বর ১২ ২০২০, ০৩:৫৬
  • 769 বার পঠিত
ব‌রিশাল ফরচু‌নে তা‌মিম, ইফাফ, তাস‌কিন, শুক্কুর
সংবাদটি শেয়ার করুন....

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফটে লটারিতে প্রথম ডাকার সুযোগ পেয়ে বেক্সিমকো ঢাকা দলে নিয়েছে মুশফিকুর রহিমকে। দ্বিতীয় দল হিসেবে সুযোগ পেয়ে জেমকন খুলনা দলে নিয়েছে সাকিব আল হাসানকে। এরপর ফরচুন বরিশাল ডেকেছে তামিম ইকবালকে।
‘এ’ গ্রেডে থাকা মুস্তাফিজুর রহমানকে প্রথম ডাকে দলে নিয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম। মিনিস্টার গ্রুপ রাজশাহী শুরুর ডাকে দলে নিয়েছে ‘বি’ গ্রেডে থাকা অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিনকে। শীর্ষ গ্রেডের আরেক ক্রিকেটার, করোনাভাইরাস আক্রান্ত হয়ে আপাতত আইসোলেশনে থাকা মাহমুদউল্লাহকে দ্বিতীয় রাউন্ডে দলে নিয়েছে খুলনা।

দ্বিতীয় রাউন্ডে লিটন দাসকে নিয়েছে চট্টগ্রাম, আফিফ হোসেনকে বরিশাল, রুবেল হোসেনকে ঢাকা ও মেহেদি হাসানকে নিয়েছে রাজশাহী।

ঢাকার একটি হোটেলে বৃহস্পতিবার দুপুরে হয়েছে এই ড্রাফট।

‘এ’ গ্রেডে থাকা ৫ ক্রিকেটারের পারিশ্রমিক এই টুর্নামেন্টে ১৫ লাখ টাকা করে। ‘বি’ গ্রেডের পারিশ্রমিক ১০ লাখ টাকা, ‘সি’ গ্রেডে ৬ লাখ ও ‘বি’ গ্রেডে ৪ লাখ টাকা। ৫টি দল স্কোয়াডে নিতে পারবে সর্বোচ্চ ১৬ জন করে ক্রিকেটার।

তৃতীয় ও চতুর্থ রাউন্ডে ঢাকা দলে নিয়েছে তরুণ আগ্রাসী ওপেনার তানজিদ হাসান তামিম ও বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে, খুলনা নিয়েছে ইমরুল কায়েস ও পেসার হাসান মাহমুদকে। রাজশাহী এই দুই রাউন্ডে ডেকেছে নাজমুল হোসেন শান্ত ও নুরুল হাসান সোহানকে, চট্টগ্রাম মোহাম্মদ মিঠুন ও সৌম্য সরকারকে, বরিশাল ডেকেছে তাসকিন আহমেদ ও সম্প্রতি প্রেসিডেন্ট’স কাপে দারুণ পারফর্ম করা ইরফান শুক্কুরকে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আইপিএল ছেড়ে দেশে ফিরতে হবে মুস্তাফিজকে!ইডেনের গ্যালারিতে বসেই ধূমপান, প্রবল সমালোচনআরো ১১৮ বুদ্ধিজীবীর তালিকা দিল মুক্তিযুদ্ধ মঢাকার বস্তির বেশিরভাগ মানুষ বরিশালেরভারতে উত্তর প্রদেশে মাদ্রাসা বন্ধের নির্দেশ সৌদি আরবে চাঁদ দেখা গেছে, মঙ্গলবার বাংলাদেশে ভারতকে হারিয়ে শিরোপা জিতলো বাংলাদেশপুরো রমজান মাস বন্ধ থাকবে প্রাথমিক-মাধ্যমিক প্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলি শুরু চলতি মাভুটানকে ৬-০ গোলে উড়িয়ে দিল মেয়েরাপাকিস্তানে ইমরান খানের জেলে হামলা, আটক ৩জাতির পিতা সংবিধানে নারীদের অধিকার নিশ্চিত কপিরোজপুরে ত্রিমুখী সংঘর্ষে নারী-শিশুসহ নিহত মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশইতিহাস মুছে ফেলা যায় না, আজকে সেটাই প্রমাণিত:
%d