আটকের পর ৪ লাখ টাকা জরিমানায় মুক্তি পেলো বরগুনা-পিরোজপুরের ১৩ জেলে

  • আপডেট টাইম : অক্টোবর ৩০ ২০২১, ০৬:৩৫
  • 791 বার পঠিত
আটকের পর ৪ লাখ টাকা জরিমানায় মুক্তি পেলো বরগুনা-পিরোজপুরের ১৩ জেলে
সংবাদটি শেয়ার করুন....

গহিন সুন্দরবনে মান্দারবাড়িয়া অভয়ারণ্য এলাকায় অবৈধ ভাবে অনুপ্রবেশ করে মাছ ধরার সময় ১৩ জেলে আটক করে সুন্দরবনে নিরাপত্তা টহলে নিয়োজিত স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা। পরে ৪ লাখ টাকা জরিমানা আদায়ে তাদের মুক্তি দেওয়া হয়। শনিবার (৩০ অক্টোবর) বেলা ১১টায় বুড়িগোয়ালিনী রেঞ্জ কার্যালয়ে সাতক্ষীরা সহকারী রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এম এ হাসান বন আইনে জেলেদের জরিমানা করেন। এর আগে শনিবার ভোর ৬টার দিকে ২টি নৌকা ও জাল সহ জেলেদের আটক করা হয়।
আটক জেলেরা হলেন, বরগুনা জেলার পাথরঘাটা থানার কালীবাড়ি গ্রামের লতিফ আকনের ছেলে জাহাঙ্গীর আকন, মৃত নেছার মাতবরের ছেলে হাবিব মাতবর, পশ্চিম পোড়াকাটলা গ্রামের মুনছুর শিকদারের ছেলে কালাম শিকদার, মধু মিয়ার ছেলে সুমন মিয়া, মৃত রুস্তম হাওলাদারের ছেলে সোহরব হাওলাদার, মোতালেব হাওলাদারের ছেলে মনির হাওলাদার, মৃত দিনছের হাওলাদারের ছেলে কুদ্দুস হাওলাদার এবং একই থানার তালুকের চরদেওয়ানি গ্রামের শাহ আলম হাওয়লাদারের ছেলে শহিদুল হাওলাদার ও অহিদুল হাওলাদার, ফিরোজ জমাদারের ছেলে সিরাজুল ইসলাম, আব্দুল হালিম হাওলাদারের ছেলে মনির হাওলাদার এবং পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার ননী গোলাপদিয়া গ্রামের ইমদাদুল হকের ছেলে শাহীন ও শাহ আলমের ছেলে খায়রুল ইসলাম।
সাতক্ষীরা সহকারী রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এম,এ হাসান বলেন, অভয়ারণ্য এলাকায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ ধরার সময় জেলেদের আটক করে ৪ লাখ টাকা জরিমানা আদায় করে মুক্তি দেওয়া হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আইপিএল ছেড়ে দেশে ফিরতে হবে মুস্তাফিজকে!ইডেনের গ্যালারিতে বসেই ধূমপান, প্রবল সমালোচনআরো ১১৮ বুদ্ধিজীবীর তালিকা দিল মুক্তিযুদ্ধ মঢাকার বস্তির বেশিরভাগ মানুষ বরিশালেরভারতে উত্তর প্রদেশে মাদ্রাসা বন্ধের নির্দেশ সৌদি আরবে চাঁদ দেখা গেছে, মঙ্গলবার বাংলাদেশে ভারতকে হারিয়ে শিরোপা জিতলো বাংলাদেশপুরো রমজান মাস বন্ধ থাকবে প্রাথমিক-মাধ্যমিক প্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলি শুরু চলতি মাভুটানকে ৬-০ গোলে উড়িয়ে দিল মেয়েরাপাকিস্তানে ইমরান খানের জেলে হামলা, আটক ৩জাতির পিতা সংবিধানে নারীদের অধিকার নিশ্চিত কপিরোজপুরে ত্রিমুখী সংঘর্ষে নারী-শিশুসহ নিহত মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশইতিহাস মুছে ফেলা যায় না, আজকে সেটাই প্রমাণিত:
%d