১৮ বছর পর মালদ্বীপকে হারালো জামাল ভূঁইয়ারা

  • আপডেট টাইম : নভেম্বর ১৩ ২০২১, ০৭:০০
  • 638 বার পঠিত
১৮ বছর পর মালদ্বীপকে হারালো জামাল ভূঁইয়ারা
সংবাদটি শেয়ার করুন....

দীর্ঘ ১৮ বছর মালদ্বীপের বিপক্ষে জিততে পারেনি লাল সবুজের বাংলাদেশ। তবে অবশেষে সেই কাঙ্ক্ষিত জয়ের দেখা পেলো জামাল ভূঁইয়ারা। ২০০৩ সালে সর্বশেষ মালদ্বীপকে হারিয়েছিলো বাংলাদেশ। আর ২০২১ সালে এসে আবারও জয় পেলো তপু বর্মনরা।
গত মাসে সাফ চ্যাম্পিয়নশীপে এই মালদ্বীপের বিপক্ষে মালেতে বাংলাদেশ ০-২ গোলে হেরেছিলো। এই জয়ে সাফের সেই হারানো ক্ষতও শুকালো কিছুটা।

ম্যাচে শুরুতে অবশ্য বাংলাদেশ আগে লীড নেয়। ম্যাচের ১০ মিনিটে অধিনায়ক জামাল ভূঁইয়ার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। বাংলাদেশ লিড নেয়ার পর আরো আক্রমণাত্বক খেলে। গোলের সুযোগ সেভাবে তৈরি করতে পারেনি বাংলাদেশ। তবে ৩২ মিনিটে মালদ্বীপ ম্যাচে সমতা আনে।

এরপর দুই দল একাধিক চেষ্টা করেও গোলের দেখা পায়নি। কিন্তু ম্যাচের ৮৭ মিনিটে পেনাল্টিতে পায় বাংলাদেশ। জুয়েল রানাকে বক্সের মধ্যে অবৈধভাবে ফেলে দেন মালদ্বীপের গোলরক্ষক। রেফারি পেনাল্টির বাশির পাশাপাশি গোলরক্ষককে কার্ড দেখান। তপু বর্মণ পেনাল্টি শট নেন। ডিফেন্ডার হলেও তিনি পেনাল্টিতে খুবই সিদ্ধহস্ত। তপু বর্মণের নেয়া শট ঠেকাতে মালদ্বীপের গোলরক্ষক বাম দিকে ঝাপ দেন। তপু শট ডান দিকে কোনাকুনি শট নেন। বাংলাদেশ ২-১ গোলের লীড পায়। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছারে জামাল ভূঁইয়ারা।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
ছুরি-ব্লেড দিয়ে নিজেই অপারেশন করতেন মিল্টনপ্রয়োজনে শুক্রবারও ক্লাস: শিক্ষামন্ত্রীজনগণের আস্থাহীন সেনাবাহিনী রণাঙ্গণে জয়ী হতে শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কউত্তাল নথুল্লাবাদআনারস ও মটর সাইকেল প্রার্থীর সমর্থকদের সংঘর্মিল্টন সমাদ্দার গ্রেপ্তার, উজিরপুরে মিষ্টি বআমাকে উৎখাত করলে পরবর্তীতে কে আসবে, প্রশ্ন প্আইপিএল ছেড়ে দেশে ফিরতে হবে মুস্তাফিজকে!ইডেনের গ্যালারিতে বসেই ধূমপান, প্রবল সমালোচনআরো ১১৮ বুদ্ধিজীবীর তালিকা দিল মুক্তিযুদ্ধ মঢাকার বস্তির বেশিরভাগ মানুষ বরিশালেরভারতে উত্তর প্রদেশে মাদ্রাসা বন্ধের নির্দেশ সৌদি আরবে চাঁদ দেখা গেছে, মঙ্গলবার বাংলাদেশে ভারতকে হারিয়ে শিরোপা জিতলো বাংলাদেশ
%d