ভোলায় বিএনপির গণমিছিলে পুলিশের বাধা

  • আপডেট টাইম : ডিসেম্বর ২৪ ২০২২, ০৩:২০
  • 112 বার পঠিত
ভোলায় বিএনপির গণমিছিলে পুলিশের বাধা
সংবাদটি শেয়ার করুন....

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ আটক সব নেতাকর্মীর মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে ভোলার গণমিছিলে পুলিশি বাধার অভিযোগ উঠেছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে ভোলা শহরের মহাজনপট্টি জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি গণমিছিল বের করা হয়।

মিছিলটি শহরের বরিশাল দালান এলাকায় এলে পুলিশ তাদের বাধা দেয়। পরে বিএনপির নেতাকর্মীরা সড়কে দাঁড়িয়ে বিক্ষোভ মিছিল করে পুনরায় দলীয় কার্যালয়ে ফিরে যান।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার।

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম নবী আলমগীর, যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ, সদস্যসচিব মো. রাইসুল আলম, সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সোপান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ, সদস্যসচিব হেলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর অভিযোগ করে জানান, যৌক্তিক দাবি আদায়ের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ তাদেরকে বাধা দেয়। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তারা পুলিশের বাধার মুখে দলীয় কার্যালয়ে ফিরে যান। শান্তিপূর্ণভাবেই তারা তাদের দাবি আদায় করবেন বলেও জানান তিনি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
ছুরি-ব্লেড দিয়ে নিজেই অপারেশন করতেন মিল্টনপ্রয়োজনে শুক্রবারও ক্লাস: শিক্ষামন্ত্রীজনগণের আস্থাহীন সেনাবাহিনী রণাঙ্গণে জয়ী হতে শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কউত্তাল নথুল্লাবাদআনারস ও মটর সাইকেল প্রার্থীর সমর্থকদের সংঘর্মিল্টন সমাদ্দার গ্রেপ্তার, উজিরপুরে মিষ্টি বআমাকে উৎখাত করলে পরবর্তীতে কে আসবে, প্রশ্ন প্আইপিএল ছেড়ে দেশে ফিরতে হবে মুস্তাফিজকে!ইডেনের গ্যালারিতে বসেই ধূমপান, প্রবল সমালোচনআরো ১১৮ বুদ্ধিজীবীর তালিকা দিল মুক্তিযুদ্ধ মঢাকার বস্তির বেশিরভাগ মানুষ বরিশালেরভারতে উত্তর প্রদেশে মাদ্রাসা বন্ধের নির্দেশ সৌদি আরবে চাঁদ দেখা গেছে, মঙ্গলবার বাংলাদেশে ভারতকে হারিয়ে শিরোপা জিতলো বাংলাদেশ
%d