দুই কর্মীকে ডেকে নিলেন ছাত্রলীগ সভাপতি, হাতুড়িপেটা করলেন অনুসারী

  • আপডেট টাইম : জানুয়ারি ১২ ২০২৩, ০৩:২৯
  • 172 বার পঠিত
দুই  কর্মীকে ডেকে নিলেন ছাত্রলীগ সভাপতি, হাতুড়িপেটা করলেন অনুসারী
সংবাদটি শেয়ার করুন....

প্রেম সংক্রান্ত ঘটনার জেরে পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি অনিরুজ্জামান অনিক দুই ছাত্রলীগ কর্মীকে ডেকে নিয়ে হাতুড়িপেটা করেছেন। তিনি ডেকে নেওয়ার পর নির্মমভাবে হাতুড়িপেটা করেছে তারই এক অনুসারী। হামলার শিকার দুই ছাত্রলীগ কর্মীর নাম অনিক শেখ ও অয়ন মজুমদার।

গতকাল বুধবার রাতে পিরোজপুর শহরের বলেশ্বর ব্রিজের কাছে হামলার এই হামলার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদুজ্জামান।
close

হামলার শিকার অনিক শেখ (২৩) পিরোজপুর সদর উপজেলার আলামকাঠী গ্রামের এনায়েত শেখের ছেলে এবং অন্যজন অনিকের বন্ধু অয়ন মজুমদার (২৩) একই গ্রামের অসীম মজুমদারের ছেলে।

এ ঘটনায় ছাত্রলীগ সভাপতিসহ ৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রলীগ সভাপতি অনিরুজ্জামান অনিক।
কালবেলা পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন অনিক শেখ অভিযোগ করেন, জেলা ছাত্রলীগের সভাপতি অনিরুজ্জামান অনিক ফোনে তাকে ডেকে বলেশ্বর ব্রিজের ওপারে নিয়ে যায়। এ সময় তার সাথে তার বন্ধু অয়ন ছিল।

কথা বলার সময় অনিরুজ্জামানের সাথে থাকা তার অনুসারীরা অনিককে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পেটাতে শুরু করে। এ সময় অয়ন তাকে রক্ষা করতে গেলে তাকেও পিটিয়ে আহত করা হয়। অনিক শেখের দাবি, প্রেম সংক্রান্ত বিষয়ের জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে।

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফ হাসান জানান, আহত অবস্থায় অনিক নামের এক রোগীকে হাসপাতালে আনা হয়েছে। তার মাথায় এবং পায়ে আঘাত আছে। তাকে চিকিৎসা দেওয়া করা হচ্ছে।

ছাত্রলীগের সভাপতি অনিরুজ্জামান অনিক অভিযোগ অস্বীকার করে বলেছেন, অনিক ও নিরব নামে দুজনের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। বিষয়টি জানতে পেরে আমি ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। পিরোজপুর সদর থানার ওসি মো. মাসুদুজ্জামান জানান, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আইপিএল ছেড়ে দেশে ফিরতে হবে মুস্তাফিজকে!ইডেনের গ্যালারিতে বসেই ধূমপান, প্রবল সমালোচনআরো ১১৮ বুদ্ধিজীবীর তালিকা দিল মুক্তিযুদ্ধ মঢাকার বস্তির বেশিরভাগ মানুষ বরিশালেরভারতে উত্তর প্রদেশে মাদ্রাসা বন্ধের নির্দেশ সৌদি আরবে চাঁদ দেখা গেছে, মঙ্গলবার বাংলাদেশে ভারতকে হারিয়ে শিরোপা জিতলো বাংলাদেশপুরো রমজান মাস বন্ধ থাকবে প্রাথমিক-মাধ্যমিক প্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলি শুরু চলতি মাভুটানকে ৬-০ গোলে উড়িয়ে দিল মেয়েরাপাকিস্তানে ইমরান খানের জেলে হামলা, আটক ৩জাতির পিতা সংবিধানে নারীদের অধিকার নিশ্চিত কপিরোজপুরে ত্রিমুখী সংঘর্ষে নারী-শিশুসহ নিহত মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশইতিহাস মুছে ফেলা যায় না, আজকে সেটাই প্রমাণিত:
%d