বাউফলে বরফকলে বিস্ফোরণে নিহত ১

  • আপডেট টাইম : এপ্রিল ২৬ ২০২৩, ০৪:৩৪
  • 186 বার পঠিত
বাউফলে বরফকলে বিস্ফোরণে নিহত ১
সংবাদটি শেয়ার করুন....

পটুয়াখালীর বাউফলে বরফকলের গ্যাস লাইনে বিস্ফোরণে রাসেল খান (৩৭) নামে বরফকলের সহকারী পরিচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কালাইয়া লঞ্চঘাট এলাকার খান বরফকলে এ ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন- বরফকলের কর্মচারী প্রেমানন্দ দাস (৫৫), কৃষ্ণ রাণী (৪০), মো. ইব্রাহিম (২৯) ও মো. আফজাল (৫০)।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক জানান, আহতদের প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানের চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। আহত অন্য শ্রমিকদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বাউফল ফায়ার স্টেশন অফিসার আরিফুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি গ্যাস সিলিন্ডারের সাপ্লাই লাইনে লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আহত শ্রমিকরা জানান, ঘটনার কিছু আগে বরফকলের মেশিনে ত্রুটি দেখা দেয়। পরে ঠিক করে আইস মেইকিং মেশিন চালু করলে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এরপরেই গোটা মেশিন রুমে গ্যাস ছড়িয়ে পড়ে।

শ্রমিকরা দৌড়ে বাইরে চলে এলেও রাসেল ওই রুমে আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও গ্যাসের তীব্রতার কারণে উদ্ধার কাজ শুরু করতে কিছুটা দেরি হয়। প্রায় আধা ঘণ্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা সবাইকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে রাসেলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অপর ৪ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কোটার হার পরিবর্তন করতে পারবে সরকার, হাইকোর্ভোলায় কোটাবিরোধীদের পিটিয়ে হাসপাতালে পাঠাল তির-ধনুক দিয়ে বিবিসি সাংবাদিকের স্ত্রীসহ দুইবদলে যাওয়া পরীমনি১০ জনের দল নিয়ে উরুগুয়েকে হারিয়ে ফাইনালে কলমসংবাদ সম্মেলন ডেকেছে এনটিআরসিএশিক্ষার্থীরা বোধহয় সীমা অতিক্রম করে যাচ্ছেনজেলেদের চাল আত্মসাতের বিচার দাবিতে মানববন্ধবরিশালে পুলিশের বাঁধা ডিঙিয়ে মহাসড়ক অবরোধ শিপুলিশকে নিয়ে সংবাদ প্রকাশে সতর্কতার অনুরোধঢাকা-বরিশাল মহাসড়কে ২ বাসের মুখোমুখি সংঘর্ষশিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মের ছুটি কমল, শনিবাপ্রধানমন্ত্রী আগামীকাল ভারত যাচ্ছেনওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে সুপার এইট শুরু ইংল্যদক্ষিণ আফ্রিকার সঙ্গে লড়াই করে হারলো যুক্তরা
%d