বাউফলে বরফকলে বিস্ফোরণে নিহত ১

  • আপডেট টাইম : এপ্রিল ২৬ ২০২৩, ০৪:৩৪
  • 144 বার পঠিত
বাউফলে বরফকলে বিস্ফোরণে নিহত ১
সংবাদটি শেয়ার করুন....

পটুয়াখালীর বাউফলে বরফকলের গ্যাস লাইনে বিস্ফোরণে রাসেল খান (৩৭) নামে বরফকলের সহকারী পরিচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কালাইয়া লঞ্চঘাট এলাকার খান বরফকলে এ ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন- বরফকলের কর্মচারী প্রেমানন্দ দাস (৫৫), কৃষ্ণ রাণী (৪০), মো. ইব্রাহিম (২৯) ও মো. আফজাল (৫০)।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক জানান, আহতদের প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানের চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। আহত অন্য শ্রমিকদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বাউফল ফায়ার স্টেশন অফিসার আরিফুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি গ্যাস সিলিন্ডারের সাপ্লাই লাইনে লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আহত শ্রমিকরা জানান, ঘটনার কিছু আগে বরফকলের মেশিনে ত্রুটি দেখা দেয়। পরে ঠিক করে আইস মেইকিং মেশিন চালু করলে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এরপরেই গোটা মেশিন রুমে গ্যাস ছড়িয়ে পড়ে।

শ্রমিকরা দৌড়ে বাইরে চলে এলেও রাসেল ওই রুমে আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও গ্যাসের তীব্রতার কারণে উদ্ধার কাজ শুরু করতে কিছুটা দেরি হয়। প্রায় আধা ঘণ্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা সবাইকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে রাসেলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অপর ৪ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
ছুরি-ব্লেড দিয়ে নিজেই অপারেশন করতেন মিল্টনপ্রয়োজনে শুক্রবারও ক্লাস: শিক্ষামন্ত্রীজনগণের আস্থাহীন সেনাবাহিনী রণাঙ্গণে জয়ী হতে শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কউত্তাল নথুল্লাবাদআনারস ও মটর সাইকেল প্রার্থীর সমর্থকদের সংঘর্মিল্টন সমাদ্দার গ্রেপ্তার, উজিরপুরে মিষ্টি বআমাকে উৎখাত করলে পরবর্তীতে কে আসবে, প্রশ্ন প্আইপিএল ছেড়ে দেশে ফিরতে হবে মুস্তাফিজকে!ইডেনের গ্যালারিতে বসেই ধূমপান, প্রবল সমালোচনআরো ১১৮ বুদ্ধিজীবীর তালিকা দিল মুক্তিযুদ্ধ মঢাকার বস্তির বেশিরভাগ মানুষ বরিশালেরভারতে উত্তর প্রদেশে মাদ্রাসা বন্ধের নির্দেশ সৌদি আরবে চাঁদ দেখা গেছে, মঙ্গলবার বাংলাদেশে ভারতকে হারিয়ে শিরোপা জিতলো বাংলাদেশ
%d