বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে মিডিয়া মোবিলাইশন কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : নভেম্বর ২৮ ২০১৯, ২৩:৪৪
  • 938 বার পঠিত
বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে মিডিয়া মোবিলাইশন কর্মশালা অনুষ্ঠিত
সংবাদটি শেয়ার করুন....

শামীম আহমেদ ॥ নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধে পুরুষ এবং কিশোরদের অংশ গ্রহন বিষয় নিয়ে মিডিয়া মোবিলাইশন ক্যাম্পিং কর্মশালা অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার (২৮ই) নভেম্বর সকাল ১১টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এ ক্যাম্পিং কর্মশালা অনুষ্ঠিত হয়। বরিশাল রিপোর্টার্স ইউনিটি বরিশাল
ব্রাকের সহযোগীতা ও উন্নয়ন সংস্থা প্রত্যাশার আয়োজনে সভাপতি শুশান্ত ঘোষের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আনিসুর রহমান স্বপন,শামীম আহমেদ,
আলী জসিম,মুসফিক সৌরব,বাপ্পি ঘোষ, এম জুয়েল, পারভেজ রাসেল। এসময় আরো উপস্থিত ছিলেন জেন্ডার জাস্টিজ এন্ড ডাইভারসিটি (ব্রাক) ডিবিশোনাল
ম্যানেজার মোঃ সেলিম মোল্লা ও প্রত্যাশার নির্বাহী পরিচালক মোস্তফা আব্দুল বাতেন রুসদী। ক্যাম্পিং কর্মশালায় শুরুতেই সারাদেশে ঘটে যাওয়া বিভিন্ন নারী ও শিশু নির্যাতন সহ নানা অনাকাঙ্খিত ঘটনার চ্রিত্র স্লালাইডের মাধ্যমে পরিবেশন করা হয়। পরে এসব ঘটনার বিষয়গুলো প্রতিরোধে সমাজের কি করনীয় রয়েছে সেবিষয়ে নিয়ে
মতবিনিময় করা হয়। মতবিনিময় সভায় একটি কথা পরিস্কার ভাবে বেড় আসে তাহলো সমাজের প্রতিটি নাগরীক নিজস্বভাবে এগিয়ে আসলে সকল অনাকাঙ্খিত ঘটনা
নিমূল করা সম্ভব। এক্ষেত্রে এর প্ররচারনা শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান,সুশিল সমাজ সহ সর্বস্থতরের নাগরীকদের নিয়ে মতবিনিময়ে মাধ্যমে সকলকে সচেতন করার কথা উঠে আসে। পাশিপাশি অপ্রাপ্ত বয়সের শিক্ষাথীদেরকে এন্ডডুয়েট মোবাইল ব্যবহার নিষিদ্ধ করার জন্য বলা হয়েছে। কর্মশালায় বরিশালের বিভিন্ন জাতীয়, স্থানীয় ও ইলেক্টনিক্স মিডিয়ার ২০ সদস্য অংশ গ্রহন করে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আগামীতে কোনো প্রকল্পে ‘শেখ হাসিনা’ নাম না রাববি শিক্ষার্থীরা একদিন সারা দেশের নেতৃত্ব দেনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় আজিজ মোহাম্মদসারা বিশ্বে এমআর-৯, মুক্তি পাবে চীনেওভোলায় মেঘনার চরের দখল নিয়ে সংঘর্ষ ও গুলিবর্ষধান কাটার মৌসুমের কারণে ভোট কম পড়েছে: সিইসিফিলিস্তিনিদের দুর্দশা কমাতে দরকার মুসলিম দেছুরি-ব্লেড দিয়ে নিজেই অপারেশন করতেন মিল্টনপ্রয়োজনে শুক্রবারও ক্লাস: শিক্ষামন্ত্রীজনগণের আস্থাহীন সেনাবাহিনী রণাঙ্গণে জয়ী হতে শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কউত্তাল নথুল্লাবাদআনারস ও মটর সাইকেল প্রার্থীর সমর্থকদের সংঘর্মিল্টন সমাদ্দার গ্রেপ্তার, উজিরপুরে মিষ্টি বআমাকে উৎখাত করলে পরবর্তীতে কে আসবে, প্রশ্ন প্
%d