মন্ত্রীসভায় আসতে পারেন আবুল হাসানাত আব্দুল্লাহ্

  • আপডেট টাইম : ডিসেম্বর ২৫ ২০১৯, ১০:১৯
  • 1018 বার পঠিত
মন্ত্রীসভায় আসতে পারেন আবুল হাসানাত আব্দুল্লাহ্
সংবাদটি শেয়ার করুন....

আভাস পাওয়া যাচ্ছে বর্তমান সরকারের মন্ত্রীসভার রদবদলের। মন্ত্রীসভায় স্থান পাওয়ার মধ্যে শীর্ষ আলোচনায় রয়েছেন বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু এমপি, তোফায়েল আহমেদ এমপি ও বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি।

আওয়ামী লীগের কাউন্সিলের পর মন্ত্রিসভা পুর্নগঠন নিয়ে দলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, নতুন বছরে হয়তো ‘কিছু’ হতে পারে। রোববার (২২ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এমন আভাস দেন।

শেখ পরিবারের আওয়ামী লীগের কমিটিতে আসতে সম্মত নন বলে জানিয়েছেন সেতুমন্ত্রী। তিনি বলেন, তারা নিজেরাই আসতে সম্মত নন। শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ হোসেন পুতুল, ববি, রুপুমতি এরা কেউই… এদের পরিবারের সিদ্ধান্ত। এখন পর্যন্ত আমি যতটুকু জানি, এবারকার নেতৃত্বেও কেউ আসবেন- এমন কোনো ইঙ্গিত আমি পাইনি।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সময়ে সময়ে ক্যাবিনেট (মন্ত্রিসভা) পুনর্গঠন হয়। দেখুন, নতুন বছরে হয়তো কিছু হতে পারে।

গত শুক্র ও শনিবার (২০ ও ২১ ডিসেম্বর) আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের শেষ দিন কাউন্সিল অধিবেশনে সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হন ওবায়দুল কাদের।

ঘোষিত কমিটিতে সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে পুরোনোদের মধ্যে স্থান পেয়েছেন সৈয়দা সাজেদা চৌধুরী, বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফর উল্লাহ, অ্যাডভোকেট সাহারা খাতুন, নুরুল ইসলাম নাহিদ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পীযূষ কান্তি ভট্টাচার্য্য, ড. মো. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, রমেশ চন্দ্র সেন, অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, আবদুল মতিন খসরু।

সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে নতুন যুক্ত হয়েছেন শাজাহান খান, সদ্য বিদায়ী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান।

নবগঠিত কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় দায়িত্ব পেয়েছেন মাহবুব-উল-আলম হানিফ, ডা. দীপু মনি। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে নতুন যোগ হয়েছেন বিদায়ী কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন পুনরায় দায়িত্ব পেয়েছেন। এ পদে নতুন দায়িত্ব পেয়েছেন এস এম কামাল হোসেন ও মির্জা আজম।

পদোন্নতি পেয়ে দফতর সম্পাদক হয়েছেন বিদায়ী কমিটির উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। প্রচার সম্পাদক হয়েছেন ড. আব্দুস সোবহান গোলাপ। নতুন মুখ হিসেবে আইনবিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট নাজিবুল্লাহ হিরু ও মহিলাবিষয়ক সম্পাদক পদে মেহের আফরোজ চুমকি দায়িত্ব পেয়েছেন। তবে এখনও অনেক পদ ফাঁকা রয়েছে। সেসব পদেই মঙ্গলবার দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা হবে বলে জানান ওবায়দুল কাদের।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বিশ্বকাপে প্রথম ক্রিকেটার হিসেবে অনন্য কীর্রিকশাওয়ালা-দিনমজুররাও ফ্ল্যাটে থাকবে: প্রধআগামীতে কোনো প্রকল্পে ‘শেখ হাসিনা’ নাম না রাববি শিক্ষার্থীরা একদিন সারা দেশের নেতৃত্ব দেনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় আজিজ মোহাম্মদসারা বিশ্বে এমআর-৯, মুক্তি পাবে চীনেওভোলায় মেঘনার চরের দখল নিয়ে সংঘর্ষ ও গুলিবর্ষধান কাটার মৌসুমের কারণে ভোট কম পড়েছে: সিইসিফিলিস্তিনিদের দুর্দশা কমাতে দরকার মুসলিম দেছুরি-ব্লেড দিয়ে নিজেই অপারেশন করতেন মিল্টনপ্রয়োজনে শুক্রবারও ক্লাস: শিক্ষামন্ত্রীজনগণের আস্থাহীন সেনাবাহিনী রণাঙ্গণে জয়ী হতে শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কউত্তাল নথুল্লাবাদআনারস ও মটর সাইকেল প্রার্থীর সমর্থকদের সংঘর্
%d