বরিশাল জেলায় এক বছরে ২ শত ৪০ জন মাদক ব্যবসায়ীদের আত্মসমর্পন, ৯০ জনকে পূর্ণবাসন

  • আপডেট টাইম : জানুয়ারি ১৯ ২০২০, ১৯:১৯
  • 754 বার পঠিত
বরিশাল জেলায় এক বছরে ২ শত ৪০ জন মাদক ব্যবসায়ীদের আত্মসমর্পন, ৯০ জনকে পূর্ণবাসন
সংবাদটি শেয়ার করুন....

শামীম আহমেদ ॥ অপরাধ জগতে বাস করে যেমন সুখ শান্তি পাওয়া যায়না তেমনি মাদকের ব্যবসার টাকায় স্বল্প সময়ের জন্য কিছুদিন হয়ত আরাম আয়েশ ও ভোগ বিলাশ জীবন যাপন করা যায় সে সুখ চিরস্থায়ী নয় এ বানি নিয়ে ধান নদী খালের বরিশাল জেলার ১০ উপজেলার ৮৫ টি ইউনিয়নের তৃর্নমূল প্রতিটি গ্রামে একথাটি ছড়িয়ে দিয়ে উপজেলা গুলোতে মাদকমুক্ত পরিবেশ সৃষ্টি করা সহ মাদক ব্যবসায়ীদের স্বভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য সব সময় জেলার পুলিশ বিভাগকে উৎসাহ যুগিয়ে কাজের সফলতার আলোর মুখ দেখাতে সক্ষম হওয়ার পিছনে কাজ করে গেছেন বরিশাল রেঞ্জ উপ-মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) সফিকুল ইসলাম বিপিএম (বার) পিপিএম, তারই নির্দ্যেেশ বরিশাল জেলার পুলিশ সুপার সাইফুল ইসলাম পিপিএম (বার) তার অনুগত পুলিশ অফিসারদের নিয়ে মাঠ প্রর্যায়ে মাদক ব্যবসায়ীদের মাঝে শান্তির বানি পৌছে দিয়ে মাদক ব্যবসায়ীদের আলোর পথে নিয়ে আসার সফলতা সৃষ্টি করতে পেরেছেন তিনি।

জেলা পুলিশের পক্ষ থেকে দেয়া তথ্য সূত্রে জানা গেছে বরিশাল জেলার ১০ উপজেলায় গত ১ বছরে বাখেরগঞ্জ উপজেলায় ২৯ জন,বাবুগঞ্জ উপজেলায় ২০ জন,গৌরনদী উপজেলায় ২১ জন, আগৈলঝাড়া উপজেলায় ২৫ জন, বানারীপাড়া উপজেলায় ৩০ জন, উজিরপুর উপজেলায় ৪২ জন, মুলাদী উপজেলায় ৩০ জন, হিজলা উপজেলায় ১৩ জন, মেহেন্দিগঞ্জ উপজেলায় ২১
জন,একই উপজেলার কাজির হাট থানা এলাকার ৯ জন সহ ২ শত ৪০ জন পেশাধারী মাদক ব্যবসায়ীকে আত্মসমর্পণ করার মাধ্যমে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সহ পূর্ণবাসনের কাজ করা হচ্ছে।

ইতি মধ্যে যে সকল মাদক ব্যাবসায়ী ডি.আইজি ও পুলিশ সুপারের আহবানে সাড়া দিয়ে স্বাভাবিক জীবনে বাচার জন্য নিজেদেরকে আর নয় মাদক ব্যবসা এই প্রতিশ্র“তি দিয়ে আত্মসমর্পণ করেছেন তাদের বিরুদ্বে পূর্বে বিভিন্ন সময়ে থানাগুলোতে দায়ের হওয়া মামলাগুলো প্রত্যাহার ও নিস্পত্তির জন্য ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে আবেদন জানিয়ে ৫১টি মামলা আদালতের লিগ্যাল এইডে পাঠানো হয়েছে।

এছাড়া অন্যদিকে পুরানো মামলা থেকে অব্যহতি দেয়ার পাশাপাশি তাদেরকে সমাজে খেয়ে পড়ে বেচে থাকার জন্য তাদেরকে নগদ অর্থ, সেলাই মেসিন,ইঞ্জিনচালিত যানবাহন সহ চলার মত সম্পদ দিয়ে ৯০ জনকে পূর্ণবাসন করা হয়েছে বলে বিষয়টি
নিশ্চিত করেছে জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও পদন্নোত্তি প্রাপ্ত পুলিশ সুপার আব্দুর রাকিব।

এ ব্যাপারে জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম পিপিএম (বার) বলেন, এখনো যেসকল আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ীদের মামলাগুলো রয়েছে সেগুলো যত দ্রুত সম্ভব নিস্পত্তি করা যায় সেলক্ষে আমাদের পক্ষ থেকে জোড়ালোভাবে কাজ করা হচ্ছে।
এছাড়া তিনি আরো বলেন এখনো যারা গোপনে বিভিন্ন ছত্রছায়ায় থেকে মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে তাদের জানতে হবে ওদের দিয়ে যারা এই মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে ওরা কখনো কাউকে প্রশাসনের হাত থেকে রক্ষা করার ক্ষমতা রাখে না তাই সকল মাদক ব্যবসায়ীকে সুন্দর সমাজে ফিরিয়ে এসে ভালভাবে জীবন যাপন করার আহবান জানান তিনি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বিশ্বকাপে প্রথম ক্রিকেটার হিসেবে অনন্য কীর্রিকশাওয়ালা-দিনমজুররাও ফ্ল্যাটে থাকবে: প্রধআগামীতে কোনো প্রকল্পে ‘শেখ হাসিনা’ নাম না রাববি শিক্ষার্থীরা একদিন সারা দেশের নেতৃত্ব দেনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় আজিজ মোহাম্মদসারা বিশ্বে এমআর-৯, মুক্তি পাবে চীনেওভোলায় মেঘনার চরের দখল নিয়ে সংঘর্ষ ও গুলিবর্ষধান কাটার মৌসুমের কারণে ভোট কম পড়েছে: সিইসিফিলিস্তিনিদের দুর্দশা কমাতে দরকার মুসলিম দেছুরি-ব্লেড দিয়ে নিজেই অপারেশন করতেন মিল্টনপ্রয়োজনে শুক্রবারও ক্লাস: শিক্ষামন্ত্রীজনগণের আস্থাহীন সেনাবাহিনী রণাঙ্গণে জয়ী হতে শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কউত্তাল নথুল্লাবাদআনারস ও মটর সাইকেল প্রার্থীর সমর্থকদের সংঘর্
%d